মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৯৪
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৯৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনে আস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি না-হক্ চড়ুই কিংবা তদপেক্ষা ছোট পাখী বধ করিবে, (কিয়ামতের দিন) আল্লাহ্ তা'আলা তাহাকে উহার হত্যার ব্যাপারে জিজ্ঞাসা করিবেন। (উহা হত্যার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করিতে হইবে।) জিজ্ঞাসা করা হইল ; ইয়া রাসূলাল্লাহ্! উহার হক্ কি ? তিনি বলিলেনঃ উহাকে যবাহ্ করিয়া খাইবে এবং উহার মাথা কাটিয়া ফেলিয়া দিবে না। – আহমদ, নাসায়ী ও দারেমী
كتاب الصيد والذبائح
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ حَقِّهَا سَأَلَهُ اللَّهُ عَنْ قَتْلِهِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمَا حَقُّهَا؟ قَالَ: «أَنْ يَذْبَحَهَا فَيَأْكُلَهَا وَلَا يَقْطَعَ رَأْسَهَا فَيَرْمِيَ بِهَا» . رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ والدرامي