মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৯৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৯৫। হযরত আবু ওয়াকিদ লাইসী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মদীনায় আগমন করিলেন। তখন মদীনাবাসীরা জীবিত উটের ঠোঁট এবং দুম্বার পাছার বাড়তি গোশত কাটিয়া খাইত। তখন তিনি বলিলেনঃ জীবিত জানোয়ার হইতে যাহা কাটিয়া লওয়া হয় উহা মৃত, উহা খাওয়া যাইবে না। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الصيد والذبائح
عَن أبي وَافد اللَّيْثِيّ قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَهُمْ يَجُبُّونَ أَسْنِمَةَ الْإِبِلِ وَيَقْطَعُونَ أَلْيَاتِ الْغَنَمِ فَقَالَ: «مَا يُقْطَعُ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ لَا تُؤْكَلُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
যদি প্রথমে মাংস কাটা হয় এবং পরে উক্ত জানোয়ারকে যবাহ্ করা হয়। অনুরূপভাবে শিকারের কোন অংশ তীরের আঘাতে পৃথক হইয়া গেলে পরে শিকারটি মরিয়া গেলে উভয় অবস্থায় পৃথককৃত মাংস খাওয়া হারাম।