মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৯৯
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
১. প্রথম অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪০৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি গবাদিপশু পাহারাদানকারী কিংবা শিকারের জন্য নিয়োজিত অথবা খেত-খামারের ফসলাদি রক্ষণাবেক্ষণকারী কুকুর ব্যতীত অন্য কোন প্রকারের কুকুর পালে, প্রতিদিন তাহার আমলের সওয়াব হইতে এক কীরাত পরিমাণ হ্রাস পাইবে।-মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «من اتَّخَذَ كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ أَوْ صَيْدٍ أَو زرعٍ انتقَصَ منْ أجرِه كلَّ يومٍ قِيرَاط»

হাদীসের ব্যাখ্যা:

পূর্বের হাদীসে দুই কীরাত হ্রাস পাওয়ার কথা বলা হইয়াছে, আর এই হাদীসে এক কীরাত। কারণ কোন কোন কুকুর হয় অত্যন্ত হিংস্র ও ক্ষেপা। আবার কোন কোনটি হয় তুলনামূলকভাবে কম হিংস্র। এই হিসাবে আমল হ্রাসে কম বেশী হইবে। অথবা স্থান-কাল পার্থক্য ভেদে উহার মধ্যে তারতম্য হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান