মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪০৯৬

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৪০৯৬। হযরত আতা ইবনে ইয়াসার বনী হারেসা গোত্রীয় জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন, সে ওহুদ পাহাড়ের পাদদেশে কোন এক সমভূমিতে তাহার প্রসবাসন্ন উষ্ট্রী চরাইতেছিল, হঠাৎ সে দেখিতে পাইল, উষ্ট্রীটি প্রায় মরণাপন্ন অবস্থায় পৌঁছিয়াছে। কিন্তু উহাকে যবাহ্ করিবার জন্য কিছুই না পাইয়া সে একটি পেরেক লইল এবং তাহা দ্বারা উহার গলদেশ ফুঁড়িয়া দিল। ফলে তাহার রক্ত প্রবাহিত হইয়া গেল। অতঃপর ঘটনাটি রাসূলুল্লাহ্ (ﷺ)কে অবহিত করিলে তিনি তাহাকে উহা খাইবার আদেশ দিলেন। –আবু দাউদ ও মালেক
অবশ্য মালেকের অপর এক রেওয়ায়তে আছে, বর্ণনাকারী বলেন, সে উষ্ট্রীকে একখানা ধারালো কাঠ দ্বারা যবাহ্ করিল।
অবশ্য মালেকের অপর এক রেওয়ায়তে আছে, বর্ণনাকারী বলেন, সে উষ্ট্রীকে একখানা ধারালো কাঠ দ্বারা যবাহ্ করিল।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪০৯৭

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৪০৯৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সামুদ্রিক প্রাণী (যেইগুলি খাওয়া হালাল), সেইগুলিকে আল্লাহ্ তা'আলা আদম-সন্তানের জন্য যবাহ করিয়াছেন। —দারা কুতনী

তাহকীক:
তাহকীক চলমান