মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪১০১
details icon

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪১০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারী কুকুর কিংবা মেষ-দুম্বা পাহারাদানকারী কুকুর অথবা গবাদিপশু পাহারায় নিয়োজিত কুকুর ছাড়া অন্যান্য সব কুকুর বধ করার নির্দেশ দিয়াছেন। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪১০২
details icon

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪১০২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফ্ফাল (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) বলিয়াছেনঃ যদি কুকুরসমূহ ( আল্লাহর সৃষ্ট) সম্প্রদায়গুলির মধ্যে একটি সম্প্রদায় না হইত, তবে আমি সমুদয় কুকুর বধ করার নির্দেশ দিতাম। তবে যেগুলি মিসকালো তোমরা সেগুলি বধ কর। — আবু দাউদ ও দারেমী, আর তিরমিযী ও নাসায়ী এই কথাগুলি বর্ধিত বর্ণনা করিয়াছেন, যে পরিবারস্থ লোকেরা শিকারী কুকুর, খেত-খামার পাহারাদানকারী কুকুর কিংবা মেষ-দুম্বা রক্ষণাবেক্ষণে নিয়োজিত কুকুর ভিন্ন অন্য কোন প্রকারের কুকুর পুষিবে, তাহাদের আমল হইতে প্রত্যহ এক কীরাত পরিমাণ হ্রাস পাইবে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান