মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১০১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
১. প্রথম অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪১০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারী কুকুর কিংবা মেষ-দুম্বা পাহারাদানকারী কুকুর অথবা গবাদিপশু পাহারায় নিয়োজিত কুকুর ছাড়া অন্যান্য সব কুকুর বধ করার নির্দেশ দিয়াছেন। মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ إِلَّا كَلْبَ صيدٍ أَو كلب غنم أَو مَاشِيَة

হাদীসের ব্যাখ্যা:

প্রথমে এক প্রকারের বিশেষ জানোয়ার পাহারাদানকারী কুকুরের উল্লেখ করিয়া পরে সর্বপ্রকারের গবাদি পশুর পাহারায় নিয়োজিত কুকুরের কথা বলা হইয়াছে। ইহাকে আরবী পরিভাষায় বলা হয়— عام بعد الخاص
tahqiqতাহকীক:তাহকীক চলমান