মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১০২
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
১. দ্বিতীয় অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪১০২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফ্ফাল (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) বলিয়াছেনঃ যদি কুকুরসমূহ ( আল্লাহর সৃষ্ট) সম্প্রদায়গুলির মধ্যে একটি সম্প্রদায় না হইত, তবে আমি সমুদয় কুকুর বধ করার নির্দেশ দিতাম। তবে যেগুলি মিসকালো তোমরা সেগুলি বধ কর। — আবু দাউদ ও দারেমী, আর তিরমিযী ও নাসায়ী এই কথাগুলি বর্ধিত বর্ণনা করিয়াছেন, যে পরিবারস্থ লোকেরা শিকারী কুকুর, খেত-খামার পাহারাদানকারী কুকুর কিংবা মেষ-দুম্বা রক্ষণাবেক্ষণে নিয়োজিত কুকুর ভিন্ন অন্য কোন প্রকারের কুকুর পুষিবে, তাহাদের আমল হইতে প্রত্যহ এক কীরাত পরিমাণ হ্রাস পাইবে।
كتاب الصيد والذبائح
الْفَصْل الثَّانِي
عَن عبد الله بنِ مُغفَّلٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلَا أَنَّ الْكِلَابَ  أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا كُلِّهَا فَاقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَزَادَ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ: «وَمَا مِنْ أَهْلِ بَيْتٍ يَرْتَبِطُونَ كَلْبًا إِلَّا نَقَصَ مِنْ عَمَلِهِمْ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ كَلْبَ حَرْثٍ أَوْ كَلْبَ غنم»
হাদীসের ব্যাখ্যা:
এক সময় সমস্ত কুকুর বধ করার নির্দেশ থাকিলেও পরে সেই বিধান রহিত হইয়া গিয়াছে। ফলে যেসব কুকুর দ্বারা ক্ষতির আশংকা নাই, উহা ঘোর কালো হইলেও বধ করা নিষেধ। (বযলুল মাজহুদ)