মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১০৩
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
১. দ্বিতীয় অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪১০৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পশুদের পরস্পরের মধ্যে লড়াই করাইতে নিষেধ করিয়াছেন। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّحْرِيشِ بَيْنَ الْبَهَائِمِ. رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

তাহরীশ অর্থ, ক্ষেপাইয়া তোলা। এক শ্রেণীর লোকের মধ্যে এই প্রবণতা রহিয়াছে, যাহা অবোধ জন্তুর প্রতি নির্দয়তার পরিচায়ক। এই জন্য শরীঅতে ইহা হইতে নিষেধ করা হইয়াছে। (লোগাতুল হাদীস)
tahqiqতাহকীক:তাহকীক চলমান