আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭৫৪ টি
হাদীস নং: ৪০৯২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৯২. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পূর্ববর্তী একজন নবীর ঘটনা বর্ণনা করেন, যাকে তার স্বজাতির লোকেরা প্রহার করে চেহারা রক্তে রঞ্জিত করে দেয়, আর তখন তিনি চেহারা মুছতে মুছতে এই দু'আ করেন: "হে আল্লাহ্! তুমি আমার স্বজাতিকে ক্ষমা কর; কেননা তারা তাদের নবীর সম্পর্কে অজ্ঞ" আমি যেন রাসুলুল্লাহ্ (ﷺ)-কে এখানো তা বর্ণনা করতে দেখছি।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4092- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ كَأَنِّي أنظر إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَحْكِي نَبيا من الْأَنْبِيَاء ضربه قومه فأدموه وَهُوَ يمسح الدَّم عَن وَجهه وَيَقُول اللَّهُمَّ اغْفِر لقومي فَإِنَّهُم لَا يعلمُونَ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪০৯৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৯৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। আল্লাহর ভালবাসা ঐ ব্যক্তির জন্য অবধারিত, যাকে ক্ষুদ্ধ করা হলেও সে সহনশীলতা অবলম্বন করে।
(ইস্পাহানী বর্ণিত। তবে তাঁর বর্ণনায় ইমাম হাকিম (র)-এর উস্তাদ আহমাদ ইবনে দাউদ ইবনে আবদুল গাফ্ফার মিসরী রয়েছেন। ইমাম হাকিম তাঁকে বিশ্বস্ত মনে করেন।)
(ইস্পাহানী বর্ণিত। তবে তাঁর বর্ণনায় ইমাম হাকিম (র)-এর উস্তাদ আহমাদ ইবনে দাউদ ইবনে আবদুল গাফ্ফার মিসরী রয়েছেন। ইমাম হাকিম তাঁকে বিশ্বস্ত মনে করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4093- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول وَجَبت محبَّة الله على من أغضب فحلم
رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَفِي سَنَده أَحْمد بن دَاوُد بن عبد الْغفار الْمصْرِيّ شيخ الْحَاكِم وَقد وَثَّقَهُ الْحَاكِم وَحده
رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَفِي سَنَده أَحْمد بن دَاوُد بن عبد الْغفار الْمصْرِيّ شيخ الْحَاكِم وَقد وَثَّقَهُ الْحَاكِم وَحده
তাহকীক:
হাদীস নং: ৪০৯৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৯৪. পূর্ববর্তী হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আমি কি তোমাদের এমন বিষয়ে অবহিত করব না, যদদ্বারা আল্লাহ জান্নাতের বালাখানাগুলো সুউচ্চ করবেন এবং মর্যাদা সমুন্নত করবেন? সাহাবায়ে কিরাম বলেন: হাঁ, ইয়া রাসুলাল্লাহ! তিনি বলেন, যে ব্যক্তি না বুঝে তোমার সাথে অসদাচরণ করবে, তুমি তার প্রতি সহনশীল হবে; আর যে তোমার প্রতি যুলম করবে তাকে তুমি ক্ষমা করে দেবে; যে তোমাকে বঞ্চিত করবে, তাকে তুমি দান করবে এবং যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখবে।
(তাবারানী ও বাযযার বর্ণিত।)
(তাবারানী ও বাযযার বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4094- وَتقدم حَدِيث عبَادَة بن الصَّامِت قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أنبئكم بِمَا يشرف الله بِهِ الْبُنيان وَيرْفَع بِهِ الدَّرَجَات قَالُوا نعم يَا رَسُول الله
قَالَ تحلم على من جهل عَلَيْك وَتَعْفُو عَمَّن ظلمك وَتُعْطِي من حَرمك وَتصل من قَطعك
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار
قَالَ تحلم على من جهل عَلَيْك وَتَعْفُو عَمَّن ظلمك وَتُعْطِي من حَرمك وَتصل من قَطعك
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار
তাহকীক:
হাদীস নং: ৪০৯৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৯৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: ঐ ব্যক্তি বীর নয়, যে তার প্রতিপক্ষকে পরাভূত করে বরং প্রকৃত বীর ঐ ব্যক্তি, যে ক্রোধান্বিত অবস্থায় নিজকে সংবরণ করতে পারে।
(বুখারী ও মুসলিম বর্ণিত।
হাফিয মুনযিরী (র) বলেন: ইনশাআল্লাহ্ باب في الغضب ودفعه অনুচ্ছেদে এ বিষয়ক হাদীস আসবে।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।
হাফিয মুনযিরী (র) বলেন: ইনশাআল্লাহ্ باب في الغضب ودفعه অনুচ্ছেদে এ বিষয়ক হাদীস আসবে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4095- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ الشَّديد بالصرعة إِنَّمَا الشَّديد الَّذِي يملك نَفسه عِنْد الْغَضَب
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قَالَ الْحَافِظ وَسَيَأْتِي بَاب فِي الْغَضَب وَدفعه إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قَالَ الْحَافِظ وَسَيَأْتِي بَاب فِي الْغَضَب وَدفعه إِن شَاءَ الله تَعَالَى
তাহকীক:
হাদীস নং: ৪০৯৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪০৯৬. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তুমি ক্ষুদ্রাতিক্ষুদ্র সৎকাজকেও তুচ্ছ মনে করবে না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারা বিনিময়ের মাধ্যমে হয়।
(মুসলিম বর্ণিত।)
(মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4096- عَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تحقرن من الْمَعْرُوف شَيْئا وَلَو أَن تلقى أَخَاك بِوَجْه طليق
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪০৯৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪০৯৭. হযরত হাসান (র) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: মানুষকে সালাম দেওয়া ও হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কারো সাথে সাক্ষাৎ করায় রয়েছে দানের সাওয়াব।
(ইবনে আবুদ দুনিয়া (র) মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
(ইবনে আবুদ দুনিয়া (র) মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4097- وَعَن الْحسن رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من الصَّدَقَة أَن تسلم على النَّاس وَأَنت طليق الْوَجْه
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَهُوَ مُرْسل
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَهُوَ مُرْسل
তাহকীক:
হাদীস নং: ৪০৯৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪০৯৮. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: প্রত্যেক সৎকাজই দানের অন্তর্ভুক্ত। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ দান সৎকাজের অন্তর্ভুক্ত, অনুরূপ তোমার পাত্র হতে তোমার ভাইয়ের পাত্রে পানি ঢেলে দেওয়াও সৎকাজের অন্তর্ভুক্ত।
(আহমাদ, তিরমিযী বর্ণিত, তিনি বলেনঃ হাদীসটি হাসান-সহীহ্। হাদীসের প্রথমাংশ হুযায়ফা ও জাবির (রা) হতে ইমাম বুখারী ও মুসলিম (র) বর্ণনা করেছেন।)
(আহমাদ, তিরমিযী বর্ণিত, তিনি বলেনঃ হাদীসটি হাসান-সহীহ্। হাদীসের প্রথমাংশ হুযায়ফা ও জাবির (রা) হতে ইমাম বুখারী ও মুসলিম (র) বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4098- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كل مَعْرُوف صَدَقَة وَإِن من الْمَعْرُوف أَن تلقى أَخَاك بِوَجْه طلق وَأَن تفرغ من دلوك فِي إِنَاء أَخِيك
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وصدره فِي الصَّحِيحَيْنِ من حَدِيث حُذَيْفَة وَجَابِر
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وصدره فِي الصَّحِيحَيْنِ من حَدِيث حُذَيْفَة وَجَابِر
তাহকীক:
হাদীস নং: ৪০৯৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪০৯৯. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসায় রয়েছে দানের সাওয়াব, তোমার সৎকাজের আদেশ দান এবং অসৎকাজ থেকে বারণ করায় রয়েছে দানের সাওয়াব, পথহারা পথিককে পথনির্দেশ করায় রয়েছে তোমার জন্য দানের সাওয়াব, চলার পথে কষ্টদায়ক বস্তু অপসারিত করায় রয়েছে দানের সাওয়াব এবং তোমার নিজ পাত্র হতে তোমার ভাইয়ের পাত্র ভর্তি করনে রয়েছে দানের সাওয়াব।
(তিরমিযী বর্ণিত। তিনি হাসান সনদে, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণনা করেন। তবে তিনি বাড়িয়ে বলেন: অন্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি দানে সাহায্য করায় তোমার জন্য রয়েছে দানের সাওয়াব।)
(তিরমিযী বর্ণিত। তিনি হাসান সনদে, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণনা করেন। তবে তিনি বাড়িয়ে বলেন: অন্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি দানে সাহায্য করায় তোমার জন্য রয়েছে দানের সাওয়াব।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4099- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تبسمك فِي وَجه أَخِيك صَدَقَة وأمرك بِالْمَعْرُوفِ ونهيك عَن الْمُنكر صَدَقَة وإرشادك الرجل فِي أَرض الضلال لَك صَدَقَة وإماطتك الْأَذَى والشوك والعظم عَن الطَّرِيق لَك صَدَقَة وإفراغك من دلوك فِي
دلو أَخِيك لَك صَدَقَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه وَزَاد وبصرك للرجل الرَّدِيء الْبَصَر لَك صَدَقَة
دلو أَخِيك لَك صَدَقَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه وَزَاد وبصرك للرجل الرَّدِيء الْبَصَر لَك صَدَقَة
তাহকীক:
হাদীস নং: ৪১০০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪১০০. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসার বিনিময়ে তোমার আমলনামায় দানের সাওয়াব লিখে দেয়া হয়, চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারিত করায় তোমার আমলনামায় দানের সাওয়াব লিখে দেওয়া হয়, সৎকাজের আদেশ দানে তোমার জন্য রয়েছে দানের সাওয়াব, পথহারাকে পথ নির্দেশ করায় তোমার আমলনামায় দানের সাওয়াব লিখে দেওয়া হয়।
(বাযযার, তাবারানীর বর্ণনায় ইয়াহ্ইয়া ইবনে আবু আতা নামক এক অপরিচিত বর্ণনাকারী রয়েছেন।)
(বাযযার, তাবারানীর বর্ণনায় ইয়াহ্ইয়া ইবনে আবু আতা নামক এক অপরিচিত বর্ণনাকারী রয়েছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4100- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن تبسمك فِي وَجه أَخِيك يكْتب لَك بِهِ صَدَقَة وإماطتك الْأَذَى عَن الطَّرِيق يكْتب لَك بِهِ صَدَقَة وَإِن أَمرك بِالْمَعْرُوفِ صَدَقَة وإرشادك الضال يكْتب لَك بِهِ صَدَقَة
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ من رِوَايَة يحيى بن أبي عَطاء وَهُوَ مَجْهُول
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ من رِوَايَة يحيى بن أبي عَطاء وَهُوَ مَجْهُول
তাহকীক:
হাদীস নং: ৪১০১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪১০১. হযরত আবু যররী হুজায়মী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে এসে বললাম: ইয়া রাসূলাল্লাহ্! আমরা বেদুঈন সম্প্রদায়ের লোক। কাজেই আপনি আমাদেরকে এমন বিষয়ে শিক্ষা দিন, যা দ্বারা আল্লাহ আমাদের উপকৃত করবেন। জবাবে তিনি বলেনঃ তুমি ক্ষুদ্রাতিক্ষুদ্র সৎকাজকেও তুচ্ছ মনে করবে না, যদিও তা হয় তোমার পাত্র হতে অন্যের পাত্রে পানি ঢেলে দেওয়া, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তোমার ভাইয়ের সাথে বাক্যালাপ করা। (লুঙ্গি, পাজামা, প্যান্ট গোড়ালীর নিচে) প্রলম্বিত করা হতে বিরত থাকবে; কেননা, তা অহংকারের লক্ষণ, যা আল্লাহ্ পছন্দ করেন না। তোমার মধ্যকার ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে কেউ তিরস্কার করলে তুমি তার ত্রুটি-বিচ্যুতি জানা সত্ত্বেও তাকে তিরষ্কার করবে না। কেননা, এতে তোমার জন্য রয়েছে পুরষ্কার। পক্ষান্তরে সে যা বলেছে, তার জন্য তার রয়েছে অশুভ পরিণাম।
(আবু দাউদ ও তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান-সহীহ্। নাসাঈ (র) উক্ত হাদীসটি বিক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে নিজ শব্দে বর্ণিত হয়েছে।)
(আবু দাউদ ও তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান-সহীহ্। নাসাঈ (র) উক্ত হাদীসটি বিক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে নিজ শব্দে বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4101- وَعَن أبي جري الهُجَيْمِي رَضِي الله عَنهُ قَالَ أتيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله إِنَّا قوم من أهل الْبَادِيَة فَعلمنَا شَيْئا ينفعنا الله بِهِ فَقَالَ لَا تحقرن من الْمَعْرُوف شَيْئا وَلَو أَن تفرغ من دلوك فِي إِنَاء المستسقي وَلَو أَن تكلم أَخَاك ووجهك إِلَيْهِ منبسط وَإِيَّاك وإسبال الْإِزَار فَإِنَّهُ من المخيلة وَلَا يُحِبهَا الله وَإِن امْرُؤ شتمك بِمَا يعلم فِيك فَلَا تشتمه بِمَا تعلم فِيهِ فَإِن أجره لَك ووباله على من قَالَه
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالنَّسَائِيّ مفرقا وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالنَّسَائِيّ مفرقا وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
তাহকীক:
হাদীস নং: ৪১০২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪১০২. নাসাঈ (র)-এর এক বর্ণনায় রয়েছে: তিনি (নবী (ﷺ) বলেন। ক্ষুদ্রাতিক্ষুদ্র সৎকাজ সম্পাদনের ব্যাপারে তুমি তুচ্ছ জ্ঞান করবে না, যদিও তা হয় তোমার উটের রশি দান করা ও তা হয় তোমার বালতি থেকে পিপাসার্তকে পানি দান করা, যদিও তা হয় তোমার মুসলিম ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা, যদিও তা হয় ভীরু ব্যক্তিকে ভীতি মুক্ত করা এবং যদিও তা হয় জুতার ফিতা দান করা।
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4102- وَفِي رِوَايَة للنسائي فَقَالَ لَا تحقرن من الْمَعْرُوف شَيْئا أَن تَأتيه وَلَو أَن تهب صلَة الْحَبل وَلَو أَن تفرغ من دلوك فِي إِنَاء المستسقي وَلَو أَن تلقى أَخَاك الْمُسلم ووجهك بسط إِلَيْهِ وَلَو أَن تونس الوحشان بِنَفْسِك وَلَو أَن تهب الشسع
তাহকীক:
হাদীস নং: ৪১০৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪১০৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: উত্তম বাক্য বিনিময়ে রয়েছে দানের সাওয়াব।
বুখারী, মুসলিমের এক হাদীসে বর্ণিত আছে।
বুখারী, মুসলিমের এক হাদীসে বর্ণিত আছে।
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4103- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ والكلمة الطّيبَة صَدَقَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث
তাহকীক:
হাদীস নং: ৪১০৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪১০৪. হযরত আদী ইবনে হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, এক টুকরা খুরমা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকবে। যদি সে তার সামর্থ্য না রাখে, তবে উত্তম বাক্য বিনিময়ের মাধ্যমে জাহান্নাম হতে বেঁচে থাকতে চেষ্টা করবে।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4104- وَعَن عدي بن حَاتِم رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اتَّقوا النَّار وَلَو بشق تَمْرَة فَمن لم يجد فبكلمة طيبَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪১০৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪১০৫. মিকদাম ইবনে শুরায়হ পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন: ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে এ বিষয়ে হাদীস বর্ণনা করুন, যা আমল করলে আমার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। তিনি বলেন: জান্নাত অবধারিত করণের জন্য তিনটি কাজ সম্পন্ন করা অত্যাবশ্যক। তা হল: ১. আহার করানো, ২. সালামের ব্যাপাক প্রসার এবং উত্তম বাক্য বিনিময় করা।
(তাবারানী দু'টি সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন, তবে একটি সনদ বিশ্বস্ত সূত্রে বর্ণিত। ইবনে আবুদ দুনিয়ার কিতাবুস সামতে বর্ণিত হয়েছে এবং হাকিম। তবে তারা উভয়ে বলেন: উত্তম বাক্যালাপ ও আহার করানো তোমার জন্য আবশ্যক করে নাও। হাকিম (র) বলেনঃ হাদীসটি ত্রুটিমুক্ত সনদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত। হাদীসটি বাযযার সূত্রে (র) আনাস (রা) থেকে এরূপ বর্ণিত। এক ব্যক্তি নবী (ﷺ)-কে বলেন, আপনি আমাকে এমন কাজের কথা বলে দিন, যা করলে তা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বলেন: আহার করাবে, ব্যাপক সালামের প্রসার ঘটাবে, উত্তম বাক্যালাপ করবে এবং মানুষ যখন রাতে নিদ্রাবিভোর থাকে। তখন সালাত আদায় করবে, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে।)
(তাবারানী দু'টি সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন, তবে একটি সনদ বিশ্বস্ত সূত্রে বর্ণিত। ইবনে আবুদ দুনিয়ার কিতাবুস সামতে বর্ণিত হয়েছে এবং হাকিম। তবে তারা উভয়ে বলেন: উত্তম বাক্যালাপ ও আহার করানো তোমার জন্য আবশ্যক করে নাও। হাকিম (র) বলেনঃ হাদীসটি ত্রুটিমুক্ত সনদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত। হাদীসটি বাযযার সূত্রে (র) আনাস (রা) থেকে এরূপ বর্ণিত। এক ব্যক্তি নবী (ﷺ)-কে বলেন, আপনি আমাকে এমন কাজের কথা বলে দিন, যা করলে তা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বলেন: আহার করাবে, ব্যাপক সালামের প্রসার ঘটাবে, উত্তম বাক্যালাপ করবে এবং মানুষ যখন রাতে নিদ্রাবিভোর থাকে। তখন সালাত আদায় করবে, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4105- وَعَن الْمِقْدَام بن شُرَيْح عَن أَبِيه عَن جده رَضِي الله عَنْهُم قَالَ قلت يَا رَسُول الله حَدثنِي بِشَيْء يُوجب لي الْجنَّة قَالَ مُوجب الْجنَّة إطْعَام الطَّعَام وإفشاء السَّلَام وَحسن الْكَلَام
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا ثِقَات وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَالْحَاكِم إِلَّا أَنَّهُمَا قَالَا عَلَيْك بِحسن الْكَلَام وبذل الطَّعَام وَقَالَ الْحَاكِم صَحِيح وَلَا عِلّة لَهُ رَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس قَالَ قَالَ رجل للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَلمنِي عملا يدخلني الْجنَّة قَالَ أطْعم الطَّعَام وأفش السَّلَام وأطب الْكَلَام وصل بِاللَّيْلِ وَالنَّاس نيام تدخل الْجنَّة بِسَلام
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا ثِقَات وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَالْحَاكِم إِلَّا أَنَّهُمَا قَالَا عَلَيْك بِحسن الْكَلَام وبذل الطَّعَام وَقَالَ الْحَاكِم صَحِيح وَلَا عِلّة لَهُ رَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس قَالَ قَالَ رجل للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَلمنِي عملا يدخلني الْجنَّة قَالَ أطْعم الطَّعَام وأفش السَّلَام وأطب الْكَلَام وصل بِاللَّيْلِ وَالنَّاس نيام تدخل الْجنَّة بِسَلام
তাহকীক:
হাদীস নং: ৪১০৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪১০৬. আবদুল্লাহ্ ইবনে উমার (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: জান্নাতে এমন একটি বালাখানা রয়েছে, যার ভেতর থেকে বাইর এবং বাইর থেকে ভেতর দেখা যায়। হযরত আবূ মালিক আশা'আরী (রা) বলেন: ইয়া রাসূলাল্লাহ্! ঐ বালাখানা কার জন্য। তিনি বলেনঃ যে উত্তম বাক্যালাপ করে, আহার করায় এবং মানুষ যখন নিদ্রা বিভোর থাকে, তখন সে দাঁড়িয়ে সালাত আদায়ের মাধ্যমে রাত কাটায়।
(তাবরানী ও হাকিম বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ। উক্ত হাদীসটির কিছু অংশ কিয়ামুল লায়ল ও ই'আমুত তা'আম অনুচ্ছেদের পূর্বে বর্ণিত হয়েছে।)
(তাবরানী ও হাকিম বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ। উক্ত হাদীসটির কিছু অংশ কিয়ামুল লায়ল ও ই'আমুত তা'আম অনুচ্ছেদের পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4106- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة غرفَة يرى ظَاهرهَا من بَاطِنهَا وباطنها من ظَاهرهَا فَقَالَ أَبُو مَالك الْأَشْعَرِيّ لمن هِيَ يَا رَسُول الله قَالَ لمن أطاب الْكَلَام وَأطْعم الطَّعَام وَبَات قَائِما وَالنَّاس نيام
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَتقدم جملَة من أَحَادِيث هَذَا النَّوْع فِي قيام اللَّيْل وإطعام الطَّعَام
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَتقدم جملَة من أَحَادِيث هَذَا النَّوْع فِي قيام اللَّيْل وإطعام الطَّعَام
তাহকীক:
হাদীস নং: ৪১০৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১০৭. আবদুল্লাহ্ ইবনে আমর ইবনে আ'স (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি জিজ্ঞেস করলঃ ইসলামে সবচেয়ে উত্তম কাজ কি? তিনি বলেন। অদ্ভূক্তদের আহার করানো ও পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4107- عَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن رجلا سَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْإِسْلَام خير قَالَ تطعم الطَّعَام وتقرأ السَّلَام على من عرفت وَمن لم تعرف
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৪১০৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১০৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন। তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং পরস্পরকে না ভালবাসা পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণতা লাভ করবে না। আমি কি তোমাদের এমন কাজের কথা বলবো না, যা করলে তোমাদের মধ্যে ভালবাসা বৃদ্ধি পাবে। তা হল: তোমরা নিজেদের মধ্যে ব্যাপক সালামের প্রচলন করবে।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজা বর্ণিত।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজা বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4108- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تدخلون الْجنَّة حَتَّى تؤمنوا وَلَا تؤمنوا حَتَّى تحَابوا أَلا أدلكم على شَيْء إِذا فعلتموه تحاببتم أفشوا السَّلَام بَيْنكُم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৪১০৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১০৯. হযরত ইবনে যুবায়র (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমাদের পূর্ববর্তী উম্মাতের রোগ (কুস্বভাব) তোমাদের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করেছে। তা হল: বৈরিতা ও হিংসা-বিদ্বেষ। আর বৈরিতা হচ্ছে ধ্বংসকারী, চুল মুণ্ডনকারী নয় এবং তা হচ্ছে দীনের ধ্বংসকারী। শপথ ঐ মহান সত্তার, যাঁর হাতে আমার জীবন। তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং পরস্পরকে না ভালোবাসা পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণতা লাভ করবে না। আমি কি তোমাদের এমন বিষয়ে অবহিত করব না, যা তোমাদের (পারস্পরিক সম্পর্ক) সুদৃঢ় করবে? তা হল। পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটানো।
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেন।)
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4109- وَعَن ابْن الزبير رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ دب إِلَيْكُم دَاء الْأُمَم قبلكُمْ الْبغضَاء والحسد والبغضاء هِيَ الحالقة لَيْسَ حالقة الشّعْر وَلَكِن حالقة الدّين وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا تدخلون الْجنَّة حَتَّى تؤمنوا وَلَا تؤمنوا حَتَّى تحَابوا أَلا أنبئكم بِمَا يثبت لكم ذَلِك أفشوا السَّلَام بَيْنكُم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ৪১১০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১১০. শায়বা হুজাবী তাঁর চাচা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন। তুমি তিনটি গুণ অর্জন করবে। আর তা হলেই তোমার ও তোমার ভাইয়ের মধ্যে ভালোবাসা নিরংকুশ হবে। তা হল: ১. তুমি যখন তার সাথে দেখা করবে, তখন তাকে সালাম দেবে, ২. মুজলিসে তার জন্য জায়গা প্রশস্ত করে দেবে এবং তাকে তার পসন্দনীয় নাম ধরে ডাকবে।
ত্ববারানী আওসাতে বর্ণনা করেছেন।
ত্ববারানী আওসাতে বর্ণনা করেছেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4110- وَرُوِيَ عَن شيبَة الحَجبي عَن عَمه رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث يصفين لَك ود أَخِيك تسلم عَلَيْهِ إِذا لَقيته وَتوسع لَهُ فِي الْمجْلس وَتَدْعُوهُ بِأحب أَسْمَائِهِ إِلَيْهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ৪১১১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১১১. হযরত বারা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা সালামের প্রসার ঘটাবে, তাহলে তোমরা নিরাপত্তা লাভ করবে।
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4111- وَعَن الْبَراء رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أفشوا السَّلَام تسلموا
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
তাহকীক: