আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৭৫৪ টি

হাদীস নং: ৪০৭২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ কোমল। তিনি সর্ব ব্যাপারে কোমলতা পসন্দ করেন"।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4072- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله رَفِيق يحب الرِّفْق فِي الْأَمر كُله

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৪০৭৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৩. মুসলিম (র)-এর অন্য বর্ণনায় আছে, আল্লাহ কোমল। তিনি কোমলতা পসন্দ করেন। তিনি কঠোরতা ও অন্য কিছুর কারণে যা দান করেন না, তা কোমলতার জন্য দান করেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4048- وَفِي رِوَايَة لمُسلم إِن الله رَفِيق يحب الرِّفْق وَيُعْطِي على الرِّفْق مَا لَا يُعْطي على العنف وَمَا لَا يُعْطي على سواهُ
হাদীস নং: ৪০৭৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৪. হযরত আয়েশা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে জিনিসে নম্রতা ও কোমলতা থাকে, সেটাই তার শ্রীবৃদ্ধির কারণ হয়। আর যে জিনিস থেকে তা প্রত্যাহার করা হয়, তা ত্রুটিপূর্ণ হয়ে পড়ে।
(মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4074- وعنها أَيْضا رَضِي الله عَنْهَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الرِّفْق لَا يكون فِي شَيْء إِلَّا زانه وَلَا ينْزع من شَيْء إِلَّا شانه

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৪০৭৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৫. হযরত জারীর ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: আল্লাহ কোমল ব্যক্তিকে যা দান করেন, কঠোর ব্যক্তিকে তা দান করেন না। আল্লাহ্ কাউকে ভালবাসলে তাকে কোমল করেন। যে পরিবার কোমলতা শূন্য, তারা (কল্যাণ থেকে) বঞ্চিত।
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত এবং মুসলিম ও আবু দাউদ (র) সংক্ষেপে এরূপ বর্ণনা করেন যে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। যাকে নম্রভাব থেকে বঞ্চিত করা হয়েছে। আবু দাউদের বর্ণনায় শব্দ বাড়িয়ে বলা হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4075- وَعَن جرير بن عبد الله رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله عز وَجل ليعطي على الرِّفْق مَا لَا يُعْطي على الْخرق وَإِذا أحب الله عبدا أعطَاهُ الرِّفْق مَا من أهل بَيت يحرمُونَ الرِّفْق إِلَّا حرمُوا

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات وَرَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد
مُخْتَصرا من يحرم الرِّفْق يحرم الْخَيْر
زَاد أَبُو دَاوُد كُله
হাদীস নং: ৪০৭৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৬. হযরত আবু দারদা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যাকে বিনয়ী স্বভাবের কিছু অংশ দান করা হয়েছে, তাকে কল্যাণের বিরাট অংশ দান করা হয়েছে। পক্ষান্তরে যাকে বিনীয় স্বভাব থেকে বঞ্চিত করা হয়েছে তাকে কল্যাণের বিরাট অংশ থেকে বঞ্চিত করা হয়েছে।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান সহীহ্।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4076- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أعطي حَظه من الرِّفْق فقد أعطي حَظه من الْخَيْر وَمن حرم حَظه من الرِّفْق فقد حرم حَظه من الْخَيْر

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৭৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৭. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ বিনয়ী ব্যক্তিকে ভালবাসেন এবং তিনি তার প্রতি সন্তুষ্ট। কঠোর ব্যক্তিকে যে ব্যাপারে তিনি সাহায্য করেন না, বিনয়ী ব্যক্তিকে সে ব্যাপারে সাহায্য করেন।
(তাবারানী (র) সাদাকা ইবনে আবদুল্লাহ সামীন (র) থেকে বর্ণনা করেন এবং তাঁর অবশিষ্ট বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4077- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله عز وَجل يحب الرِّفْق ويرضاه ويعين عَلَيْهِ مَا لَا يعين على العنف

رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة صَدَقَة بن عبد الله السمين وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
হাদীস নং: ৪০৭৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বলেনঃ হে আয়েশা! তুমি বিনীয় হবে। কেননা, আল্লাহ্ যখন কোন পরিবারের প্রতি কল্যাণের ইচ্ছা করেন, তখন তাদের তিনি বিনয়ী করেন।
(আহমাদ, বাযযার (র) জাবির (রা) থেকে বর্ণনা করেন। তবে তাঁদের উভয়ের বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4078- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهَا يَا عَائِشَة ارفقي فَإِن الله إِذا أَرَادَ بِأَهْل بَيت خيرا أَدخل عَلَيْهِم الرِّفْق

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار من حَدِيث جَابر ورواتهما رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৭৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৯. হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোমলতা কল্যাণ বয়ে আনে, আর কঠোরতা অকল্যাণ বয়ে আনে।
(তাবারানীর আওসতা গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4079- وَرُوِيَ عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الرِّفْق يمن والخرق شُؤْم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৮০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮০. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে পরিবারের সদস্যদের মধ্যে কোমলতা রয়েছে, সে পরিবার উপকৃত হয়।
(তাবারানী (র) উত্তম সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4080- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أعطي أهل بَيت الرِّفْق إِلَّا نفعهم

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৮১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮১. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যার মধ্যে তিনটি স্বভাব থাকবে, আল্লাহ্ তাকে নিজ দয়ায় ঢেকে নেবেন এবং তাকে তাঁর জান্নাতে প্রবেশ করাবেন। তা হল: ১. দুর্বলের প্রতি বিনম্র হওয়া ২. পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ৩. দাসদাসীর প্রতি সদয় হওয়া।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটি গরীব।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4081- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من كن فِيهِ نشر الله عَلَيْهِ كنفه وَأدْخلهُ جنته رفق بالضعيف وشفقة على الْوَالِدين وإحسان إِلَى الْمَمْلُوك

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৮২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। নম্রতা বস্তুকে কেবলমাত্র সুশোভিতই করে এবং নম্রতা শূন্য হওয়ায় কেবল তার শোভন বিনষ্ট হয়। আল্লাহ্ কোমল। তিনি কোমলতাই পসন্দ করেন।
(বাযযার (র) দুর্বল সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন। ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে তাঁর বর্ণনায় الخرق এর স্থলে الفحش রয়েছে এবং তিনি তাঁর বর্ণনায় ان الله الخ বলেন নি।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4082- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا كَانَ الرِّفْق فِي شَيْء قطّ إِلَّا زانه وَلَا كَانَ الْخرق فِي شَيْء قطّ إِلَّا شانه وَإِن الله رَفِيق يحب الرِّفْق

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد لين وَابْن حبَان فِي صَحِيحه وَعِنْده الْفُحْش مَكَان الْخرق وَلم يقل وَإِن الله إِلَى آخِره
হাদীস নং: ৪০৮৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একনা এক বেদুঈন মসজিদে নব্বীতে পেশাব করল। তখন সাহাবায়ে কিরাম তাকে আক্রমন করার জন্য উদ্যত হলেন। এ সময় নবী (ﷺ) বলেন। তোমরা তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও অথবা তিনি বলেছেন: ছোট এক বালতি পানি ঢেলে দাও। কেননা, তোমাদেরকে সহনশীল করে প্রেরণ করা হয়েছে এবং কঠোরতা আরোপ করার জন্য পাঠানো হয়নি।
(বুখারী বর্ণিত।
السجل - পানি পূর্ণ বালতি।
الذنوب - বালতির ন্যায় পাত্র, করো মতে, খালি বালতি অথবা পানি পূর্ণ বালতি, কারো মতে পানি অপূর্ণ বালতি।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4083- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ بَال أَعْرَابِي فِي الْمَسْجِد فَقَامَ النَّاس إِلَيْهِ ليقعوا فِيهِ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم دَعوه وأريقوا على بَوْله سجلا من مَاء أَو ذنوبا من مَاء فَإِنَّمَا بعثتم ميسرين وَلم تبعثوا معسرين

رَوَاهُ البُخَارِيّ
السّجل بِفَتْح السِّين الْمُهْملَة وَسُكُون الْجِيم هِيَ الدَّلْو الممتلئة مَاء
والذنُوب بِفَتْح الذَّال الْمُعْجَمَة مثل السّجل وَقيل هِيَ الدَّلْو مُطلقًا سَوَاء كَانَ فِيهَا مَاء أَو لم يكن وَقيل دون الملاى
হাদীস নং: ৪০৮৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮৪. হযরত আনাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন। তোমরা সহজপন্থা অবলম্বন করবে এবং কঠোরতা আরোপ করবে না। তোমরা সুসংবাদ দেবে এবং ভীতি প্রদর্শন করবে না।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4084- وَعَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يسروا وَلَا تُعَسِّرُوا وبشروا وَلَا تنفرُوا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৪০৮৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখনই রাসূলুল্লাহ (ﷺ)-কে দু'টি বিষয়ের একটি অবলম্বনের অধিকার দেওয়া হত, তখন তিনি গুনাহের বিষয় না হলে, সহজতরটি অবলম্বন করতেন। যদি তা গুনাহের কাজ হত, তবে তিনি সবার থেকে দূরে থাকতেন। তিনি নিজ ব্যাপারে কারো থেকে প্রতিশোধ নিতেন না, তবে আল্লাহ নিষিদ্ধ সীমালঙ্ঘিত হলে, তিনি আল্লাহর উদ্দেশ্যে প্রতিশোধ নিতেন।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4085- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت مَا خير رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَين أَمريْن قطّ إِلَّا أَخذ أيسرهما مَا لم يكن إِثْمًا فَإِن كَانَ ثمَّ إِثْم كَانَ أبعد النَّاس مِنْهُ وَمَا انتقم رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لنَفسِهِ فِي شَيْء قطّ إِلَّا أَن تنتهك حُرْمَة الله فينتقم لله تَعَالَى

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৪০৮৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮৬. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যার প্রতি জাহান্নাম হারাম, আমি কি তোমাদেরকে তার বিষয়ে অবহিত করব না, অথবা তিনি বলেছেন: জাহান্নামকে যার জন্য হারাম করা হয়েছে, আমি কি তোমাদেরকে তার সম্পর্কে অবহিত করব না? জেনে রেখ, কথায়, কাজে এবং অন্তরে কোমল স্বভাবের অধিকারী ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে।
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটি হাসান। ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে নিজ শব্দে কয়েকটি বর্ণনা রয়েছে। তন্মধ্যে তার একটি বর্ণনা এরূপ إنما تحرم النار…. سهل "জাহান্নাম প্রত্যেক নম্র, বিনয়ী, মিশুক ও সহজপথ অবলম্বলনকারীর জন্য হারাম করা হয়েছে।")
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4086- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أخْبركُم بِمن يحرم على النَّار أَو بِمن تحرم عَلَيْهِ النَّار تحرم على كل هَين لين سهل

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه فِي إِحْدَى رواياته إِنَّمَا تحرم النَّار على كل هَين لين قريب سهل
হাদীস নং: ৪০৮৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮৭. হযরত আনাস ইবনে মালিক (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: ধীর স্থিরতা আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। যে ব্যক্তি আল্লাহর প্রশংসায় নিমগ্ন, সেই ক্ষমাপ্রাপ্ত এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হলো তাঁর প্রশংসা।
(আবু ই'আলা বর্ণিত। তাঁর বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4087- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ التأني من الله والعجلة من الشَّيْطَان وَمَا أحد أَكثر معاذير من الله وَمَا من شَيْء أحب إِلَى الله من الْحَمد

رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৮৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮৮. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আশাজকে বলেনঃ তোমার মধ্যে দু'টি উত্তম স্বভাব রয়েছে, যা আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) পসন্দ করেন। তা হলঃ সহনশীলতা ও ধীর-স্থিরতা।
(মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4088- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم للأشج إِن فِيك لخصلتين يحبهما الله وَرَسُوله الْحلم والأناة

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৪০৮৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮৯. আমর ইবনে শু'আয়ব (র) পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আল্লাহ্ যখন (কিয়ামতের দিন) সমস্ত সৃষ্টিকে একত্র করবেন, তখন একজন আহ্বানকারী এই বলে আহবান করবে: মর্যাদাবান লোকেরা কোথায়? তিনি বলেন: তখন অল্প সংখ্যক লোক দাঁড়াবে এবং তাঁরা দ্রুত জান্নাতের দিকে অগ্রসর হবে। এ সময় ফেরেশতাগণ তাঁদের সঙ্গে সাক্ষাৎ-করে বলবে : আমরা তোমাদেরকে জান্নাতের দিকে দ্রুতগামী দেখতে পাচ্ছি, তোমরা কারা? তাঁরা বলবে: আমরা মর্যাদাবান লোক। তখন তারা বলবেঃ কিসের কারণে তোমাদের এ মর্যাদা? তাঁরা বলবেঃ (দুনিয়াতে) যখন আমাদের প্রতি যুলম করা হতো, তখন আমরা ধৈর্যধারণ করতাম, আর আমাদের সাথে যখন অসদাচরণ করা হতো, তখন আমরা তা সহ্য করতাম। তখন তাদের বলা হবে; তোমরা জান্নাতে প্রবেশ কর, আর সদাচারীদের পুরষ্কার কতই না উত্তম!
(ইস্পাহানী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4089- وَرُوِيَ عَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنْهُم قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا جمع الله الْخَلَائق نَادَى مُنَاد أَيْن أهل الْفضل قَالَ فَيقوم نَاس وهم يسير فَيَنْطَلِقُونَ سرَاعًا إِلَى الْجنَّة فتتلقاهم الْمَلَائِكَة فَيَقُولُونَ إِنَّا نَرَاكُمْ سرَاعًا إِلَى الْجنَّة فَمن أَنْتُم فَيَقُولُونَ نَحن أهل الْفضل فَيَقُولُونَ وَمَا فَضلكُمْ فَيَقُولُونَ كُنَّا إِذا ظلمنَا صَبرنَا وَإِذا أُسِيء إِلَيْنَا حلمنا فَيُقَال لَهُم ادخُلُوا الْجنَّة فَنعم أجر العاملين

رَوَاهُ الْأَصْبَهَانِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৯০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৯০. হযরত আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: সহনশীল বান্দা (কিয়ামতের দিন) সিয়াম পালনকারী ও রাত জেগে ইবাদতকারীর ন্যায় মর্যাদা লাভ করবে। কোন কোন বর্ণনাকারী শব্দমালা বাড়িয়ে এরূপ বলেছেন: "কোন কোন লোককে স্বৈরাচারী লেখা হয়। পক্ষান্তরে, সে তার পরিবার ব্যতীত কারো কাছে গ্রহণযোগ্য হয় না।"
(আবু শায়খ ইবনে হিব্বানের কিতাবুস সাওয়াব গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4090- وَرُوِيَ عَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن العَبْد ليدرك بالحلم دَرَجَة الصَّائِم الْقَائِم
زَاد بعض الروَاة فِيهِ وَإنَّهُ ليكتب جبارا وَمَا يملك إِلَّا أهل بَيته

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৯১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৯১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে হাঁটছিলাম, আর এ সময় তিনি নাজরানী করুকার্য খচিত একটি চাদর পরিহিত ছিলেন। তখন এক বেদুইন তাঁর কাছে এসে তাঁর চাদর ধরে স্বজোরে টান দিল। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘাড়ে চিহ্নিত দাগের প্রতি তাকালাম। আমি দেখতে পেলাম, সে জোরে টান দেয়ার কারণে তাঁর কাঁধে চাদরের দাগ বসে গেছে। এরপর সে বলল: হে মুহাম্মাদ! আপনার নিকট সংরক্ষিত আল্লাহর সম্পদ থেকে আমাকে কিছু দান করার আদেশ দিন। তখন তিনি তার দিকে তাকালেন এবং হাসলেন এরপর তিনি তাকে কিছু দানের নির্দেশ দিলেন।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4091- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ كنت أَمْشِي مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَعَلِيهِ برد نجراني غليظ الْحَاشِيَة فأدركه أَعْرَابِي فَجَذَبَهُ بردائه جذبة شَدِيدَة فَنَظَرت إِلَى صفحة عنق رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقد أثر بهَا حَاشِيَة الرِّدَاء من شدَّة جذبته ثمَّ قَالَ يَا مُحَمَّد مر لي من مَال الله الَّذِي عنْدك فَالْتَفت إِلَيْهِ فَضَحِك ثمَّ أَمر لَهُ بعطاء

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم