হজ্বের উপর গুরুত্ব দেওয়া বিকৃত ইসলামের কাজ! হেযবুত তওহীদ। পর্ব–৮৯
হজ্বের উপর গুরুত্ব দেওয়া বিকৃত ইসলামের কাজ! হেযবুত তওহীদ। পর্ব–৮৯
হজ্বের প্রতি গুরুত্বারোপ করেছেন স্বয়ং আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে।
হেযবুত তওহীদ কী বলে?
হেযবুত তওহীদ কতটা জঘন্য মানোসিকতা পোষণ করে তা নিন্মের লেখাটা দেখলেই অনুমান করা যায়। তারা লিখেছে–
বিকৃত এসলামে নামায, রোজা, হজ্ব, যাকাত, আত্মার পরিচ্ছন্নতার জন্য নানারকম ঘষামাজা, আধ্যাত্মিক উন্নতির ওপর গুরুত্ব প্রাধান্য দেয়া হোল। কারণ এরা ঐ এবাদত, উপাসনা নিয়ে যত বেশি ব্যস্ত থাকবে ব্রিটিশরা তত নিরাপদ হবে। –এসলাম শুধু নাম থাকবে, পৃ. ১১২
ইসলাম কী বলে?
উপরে বর্ণিত অসংখ্য আয়াত এবং হাদিসে হজ্বের গুরুত্ব উঠে এসেছে। এ ছাড়াও সহিহ বুখারীতে হাদিস এসেছে, হযরত আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামবলেন,
وأنَّ الحَجَّ يَهْدِمُ ما كانَ قَبْلَهُ
হজ্ব ইতিপূর্বের সকল গুনাহ ধ্বংস করে দেয়। –সহিহ মুসলিম, হাদিস নং : ১২১
প্রিয় পাঠক, হজ্বের বিষয়ে এ ছাড়াও উপরে অসংখ্য আয়াত-হাদিস এবং সাহাবায়ে কেরাম রা.–এর বক্তব্য উল্লেখ্য করেছি। যাতে প্রমাণ হয়েছে যে, হজ্বের প্রতি গুরুত্বারোপ করেছেন আল্লাহপাক, তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরাম রা.। তাহলে হেযবুত তওহীদের এ বক্তব্য থেকে কী বুঝা যায়? ইসলামকে আল্লাহ তাআলা, তাঁর রাসুল সা. ও সাহাবায়ে কেরাম বিকৃত করেছেন? যদি তা না হয়, তাহলে কী এটা সহজেই অনুমেয় নয় যে, ইসলামকে চরমভাবে বিকৃত করছে হেযবুত তওহীদ? আশা করি সকল সচেতন মহল বুঝতে পেরেছেন।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ফিরিস্তা এবং দেবতা একই জিনিষ! হেযবুত তওহীদ। পর্ব–১০
সমস্ত মুসলামানকে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আসমানী কিতাবের মতো ফেরেশতাদের অস্ত...
মুফতী রিজওয়ান রফিকী
৯ সেপ্টেম্বর, ২০২৫
৩৫০৯
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন