নামাযের উদ্দেশ্য হারিয়ে গেছে! হেযবুত তওহীদ। পর্ব–৬৭
নামাযের উদ্দেশ্য হারিয়ে গেছে! হেযবুত তওহীদ। পর্ব–৬৭
ইসলাম বর্ণিত নামাযের ধরণ ও তার উদ্দেশ্য আজও উম্মাহর মাঝে আপন অবস্থায় প্রচলিত রয়েছে।
হেযবুত তওহীদ কী বলে?
তাদের দাবী হলো, বর্তমানের নামাযের উদ্দেশ্য হারিয়ে গেছে। অর্থাৎ তারা বুঝাতে চায়, নামাযের মূল উদ্দেশ্য হলো, জিহাদের ট্রেনিং। কিন্তু বর্তমান বিশ্বে কেউ যেহেতু ট্রেনিংয়ের জন্য নামায পড়ে না, সেহেতু নামাযের উদ্দেশ্য হারিয়ে গেছে। দেখুন, তারা কী লিখেছে,
ঐ সামরিক বাহিনীর প্রশিক্ষণের সালাহ আজ নুজ্ব, বাকা লাইনের; বাঁকা পিঠের মুসল্লি ও এমামদের মরা সালাহ। –ইসলামের প্রকৃত সালাহ, পৃ. ৩২
এখন সমস্ত মোসলেম দুনিয়াতে এই প্রাণহীন নামায পড়া হয়, সালাহ কায়েম করা হয় না। –ইসলামের প্রকৃত সালাহ, পৃ. ৫৬
আল্লাহর এবং রসুলের কথার কষ্ঠিপাথরে বিচার করলে আজ সমস্ত পৃথিবীর সালাহ্ হতভাগ্য, অভিশপ্তদের সালাতের মত। –ইসলামের প্রকৃত সালাহ, পৃ. ৫৬
ইবলিসের প্ররোচনায় সঠিক, প্রকৃত ইসলামের আকীদা বিকৃত ও বিপরীতমুখী হোয়ে যাওয়ার ফলে ইসলামের প্রকৃত সালাহ্ ও তার উদ্দেশ্যও বিপরিত হোয়ে গেছে। –ইসলামের প্রকৃত সালাহ, পৃ. ৫৪
সালাহ চরিত্র গঠণের মুখ্যত দুর্ধর্ষ,অপরাজেয় যোদ্ধার চরিত্র গঠণের প্রশিক্ষণের প্রক্রিয়া; এই আকীদা বদলে একে অন্যান্য ধর্মের মতো এবাদতের, উপাসনার শুধু আত্মিক উন্নতির প্রক্রিয়া বলে মনে করার ফলে আজ সেই যোদ্ধার চরিত্র গঠণ তো হয়ই না এমন কি সালাতের বাহ্যিক চেহারা পর্যন্ত বদলে গেছে। –ইসলামের প্রকৃত সালাহ, পৃ. ৩২
অর্থাৎ তারা বলতে চায়, নামাযের উদ্দেশ্য হলো, জিহাদের ট্রেনিং। এটা যেহেতু মুসলমানরা করছে না, সেহেুত তাদের নামাযের উদ্দেশ্য হারিয়ে গেছে।
ইসলাম কী বলে?
নামাযের উদ্দেশ্য জিহাদের ট্রেনিং নয়, বরং আল্লাহপাকের স্বরণই মূল। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহপাক হযরত মুসা আ. কে বলেছিলেন,
إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
নিশ্চয় আমিই আল্লাহ। আমি ছাড়া কোন মাবুদ নেই। সুতরাং আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে নামায কায়েম করো। –সুরা ত্ব-হা : ১৪
বুঝা গেলো, ইসলামে নামাযের মূল উদ্দেশ্য জিহাদের ট্রেনিং নয়, বরং আল্লাহপাকের স্বরণই মূল। কিন্তু নামাযের অপব্যাখ্যা করেই তারা মুসলমানদের নামায নিয়ে সমালোচনা করে যাচ্ছে।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
কুরআনের তাফসীর পড়া যাবে না! হেযবুত তওহীদ পর্ব–১৭
যদি কেউ বড় শিক্ষিত হয়, তবে তার বক্তব্য বুঝতে হলে নিশ্চয় জ্ঞানী হতে হয়, অথবা জ্ঞানীদের থেকে বুঝে নিতে...
মুফতী রিজওয়ান রফিকী
৯ সেপ্টেম্বর, ২০২৫
২৫৪১