আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৫৮৫৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এটা ফেস করছি।আমার ভাই মা বাবা বার বার বলে সে তাদের অপমান করে। কথা শুনে না।ওও নিমোকহারামের মত খায় দায় অপমান করে। বাপ মার থেকে বন্ধুর মূল্য বেশি। এখন তারা কি করবে?কথা বললে শুনে না। কোথায় যাও এটাও বলা যাবে না।রাত ৯ঃ৩০ বাজে বাসায় কেন আসলা জিজ্ঞেস করা যাবে না।শুধু টাকা দিতে হবে। মুরগি, গরু আর গোশত খাওয়াতে হবে ভালো মন্দ দিতে হবে। আার সে নিমোকহারামী করবে অপমান করবে। উদাহারন দেইঃবাপকে বলে জন্ম কেন দিছ?মাকে বলেঃবেহায়া,পাগল, লো ক্লাস সোসাইটির মানুষ আরো অনেক খারাপ ভাষা।।।। সবাই ওর জন্য দোআা করবেন পারলে বেশি বদদোআা করবেন। এখন আমি জানতে চাই আমার মা বাবা কিভাবে মুক্তি পাবে?ওর মুক্তিি না হলেও মন খারাপ না।কিন্তু আমার মা বাবা কিভাবে পাবে?কিভাবে শান্তি পাবে?আমার খুব কষ্ট হয় কারণ আমি দেখেছি আমার মার কান্নারত মুখ, আমার বাবার দুখে ভরে ওঠা সেই মন!হযরত আপনি ওই নিমোকহরামের জন্য বদদোআা করুন!
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ মে, ২০২১
ঢাকা
৫৮৫৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সিজদায় মনে মনে দোয়া করা যাবে কি? এই অবস্থায় (তাসবিহ পাঠ না করে) তিন তাসবিহ পরিমাণ সময় অতিক্রান্ত হলে সাহু সিজদা ওয়াজিব হবে ? ইচ্ছা করে এমন করলে কি নামাজে ফাসেদ হবে? জেনে করলে কি হবে আর না জেনে করলে কি হবে?
আর তাসবিহ পাঠরত অবস্থায় মনে মনে দোয়া করলে তাতে কি সমস্যা আছে?
প্রথমোক্ত ক্ষেত্রে যদি সাহু সিজদা ওয়াজিব হয়, কিন্তু না জানার কারণে আগের নামাজগুলোতে তা করিনি। সেক্ষেত্রে ঐ নামাজগুলোর কি হবে?
#কত নামাজে এমন করেছি তার কোন হিসাব নেই। বেশিরভাগই সুন্নাত নামাযে। ফরজ নামাজেও করেছি।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ মে, ২০২১
লালমোহন
৫৮৪৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়বারাকাতুহ্
আমার প্রশ্নটি হচ্ছে আমি সাম্প্রতিক একটি হাদিস শুনেছি বা পড়েছি
হাদিসটি হলো. "আল্লাহ তায়ালা কেয়ামতের দিন বান্দাকে প্রশ্ন করবে
হে আমার বান্দা! দুনিয়াতে আমি তোমার কাছে খাবার চেয়েছি কিন্তু তুমি আমাকে আহার করাওনি। তখন বান্দা বলবে হে আল্লাহ আপনি
কখন আমার কাছে খাবার চেয়েছেন? তখন আল্লাহ বলবেন: তোমার কাছে যখন আমার ক্ষুদার্ত বান্দা খাবার চেয়েছে তখন তুমি তাকে
আহার দান করাওনি যদি তুমি তাকে আহার দান করাতে
তাহলে সেটাই হতো আমাকে দান করানো।
হাদিসটা আরো বড় হবে তো আমার সঠিক মনে পরছেনা
এখানে আমার প্রশ্ন হলো. এরকম কি কোনো হাদিস আছে কিনা?
যদি থাকে তাহলে রেফারেন্স দিলে আমার জন্য ভালো হতো।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ মে, ২০২১
ঢাকা