প্রশ্নঃ ৫৮৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ,
কুরআন শরীফ যদি নষ্ট হয়ে যায় বা পৃষ্ঠা কোনোভাবেই পড়া না যায়,তখন আমি কী করব?
অনেকে বলছে পানিতে ফেলে দিতে আর অনেকে বলছে আগুন পুড়ে,এমন অবস্তায় কী করব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দীর্ঘদিন পড়ার ফলে যে কুরআন এখন আর পড়া যায় না। অথবা কাগজগুলো ছিঁড়ে গেছে। সেইসব কুরআনুল কারীমের ব্যাপারে তিনটি পন্থা অবলম্বন করা যেতে পারে :
ক. পবিত্র কাপড় পেচিয়ে কবরস্থানে আদবের সাথে দাফন করা।
খ. প্রবাহিত পানিতে আদবের সাথে ছেড়ে দেয়া।
গ. আগুনে পুড়িয়ে ছাইগুলোকে দাফন করে দেয়া।
অধমের দৃষ্টিতে এই কুরআনগুলোকে বালতির পানিতে ভিজিয়ে পবিত্র কাপড় পেচিয়ে কবরস্থানের ছোট একটি গর্ত করে কাগজ বিছিয়ে তার উপর আদবের সাথে রেখে দিয়ে উপরে মাটি চাপা দেওয়া সহজ ও নিরাপদ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন