প্রশ্নঃ ৫৯২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
জনাব, আমার প্রশ্ন টা হল:-
১. ফরজ গোসল করার নিয়ম গুলো কি কি ?
২. আমরা মুসলিমরা কি অন্য ধর্মের মানুষদের কে কি সালাম দিতে পারব বা তারা সালাম দিলে কি আমরা উওর নিতে পারব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. ফরয গোসলের নিয়ম : সর্বপ্রথম দুহাত কব্জি পর্যন্ত ধৌত করা। শরীর ও কাপড়ের যেখানে নাপাক লেগেছে সেই নাপাকি দূর করা। নামাজের জন্য যেভাবে ওযু করা হয় সেভাবে অজু করা। অবশ্য অযুর মধ্যে কুলি করা ও নাকে পানি দেওয়া সুন্নত হলেও ফরজ গোসলের পূর্বে যে ওযুর করা হয় সেই ওযুতে কুলি করা ও নাকে পানি দেওয়া ফরজ। অতএব কুলি ও নাকে পানি দেওয়ার ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দেয়া। ওযুর শেষে তিন কোষ পানি মাথায়, তিন কোষ পানি ডান কাঁধে, তিন কোষ পানি বাম কাঁধে দিয়ে, পুরো শরীর ধৌত করা।
২. সালাম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদত নিজের ইচ্ছা অনুযায়ী করা যায় না। বরং আল্লাহর হুকুম ও রাসুলের তরিকায় অনুযায়ী করতে হয়। তবেই সেটি ইবাদত হয়।
বিধর্মীদের সালাম দেয়ার সুযোগ নেই। তারা আমাদেরকে সালাম দিলে উত্তরে বলতে হবে وعليك ওয়া আলাইক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন