আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৭৫২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم
আমার প্রশ্নটা হলো:
একজন বলেছেন, সারা পৃথিবীতে নাকি একজন গাউস থাকেন এবং পৃথিবীর প্রত্যেক এলাকায় একজন কুতুব থাকেন। তাঁরা না থাকলে নাকি জ্বীনেরা মানুষ এর উপর রাজত্ব কায়েম করত। একজন কুতুব মারা যাওয়ার সাথে সাথে নাকি গাউস আরেকজন কে তাঁর কাজে লাগিয়ে দেয়। তারপর আমি উনাকে প্রশ্ন করলাম ,
কিভাবে এত তাড়াতাড়ি অন্য লোককে কাজে নিয়োজিত করে। তখন তিনি বললেন , আল্লাহু তাঁদের পথ ছোট করে দেন। তখন উদাহরণ হিসেবে বললেন, মনে করো গাজীপুর থেকে পাকিস্তানের একটি শহরে কোনো কুতুব মারা গেছেন । তখন আল্লাহ তাঁদের পথ এতো ছোট করে দেন যে, তাঁরা এক পাতে গাজীপুর আরেক পাতে পাকিস্তান। উপরোক্ত কথাগুলো কি সঠিক?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৫ জুলাই, ২০২১
ঢাকা ১২১২