আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৫৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া কবুল হওয়ার আমল

২৫ জুলাই, ২০২১
নারায়ণগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



দোয়া কবুল হওয়ার জন্য করণীয় :

১. হালাল খাদ্য গ্রহণ করা।
২. দোয়ার প্রতি আগ্রহ ও আস্থা রেখে দোয়া করা।
৩. তাড়াহুড়ো না করা। এভাবে না বলা, "হে আল্লাহ চেয়েছি এখনো হয়নি"।
৪. দোয়া থেকে নিরাশ না হওয়া।
৫. আশাবাদী হয়ে দোয়া করতে থাকা।
৬. কোন নেক আমলের পর দোয়া বেশি কবুল হয়। যেমন ফরয সলাতের পর, তাহাজ্জুদের সময়, কুরআন তিলাওয়াতের পর। তাই এইসব মোক্ষম সুযোগগুলো তালাশ করা।
৭. আত্মীয়তা ছিন্নের জন্য দোয়া করা যাবে না।
৮. দোয়ার শুরুতে "হামদ" তথা আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পড়া।
৯. নিজের কৃত গুনাহ মাফ চাওয়া।
১০. উম্মতে মুসলিমার জন্য মাগফিরাতের দোয়া করা।
১১. অত্যন্ত নম্রতা ও বিনয়ের সাথে দোয়া করা।
১২. কান্না না এলেও কান্নার ভান করা।
১৩. দোয়ার শেষেও হামদ ও সালাত তথা আল্লাহর প্রশংসা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পড়ার মাধ্যমে দোয়া শেষ করা।

আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন:

ادعوني استجب لكم

তোমরা আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দেব।

ভিন্ন শব্দে এভাবে অনুবাদ হতে পারে-
তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করব।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন