আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৫০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুরা মুমিনুনে যে গুনাবলির কথা বলা হয়েছে তা কি সফল মুমিনদের গুনাবলি নাকি মুমিনমাত্রই এসব গুনাবলি থাকতেই হবে?কারন আল্লাহ বলেন নি যে মুমিনদের মাঝে শুধুমাত্র যারা এসব কাজ করবে তারাই সফলকাম,আল্লাহ গোটা মুমিন জাতিকে সফলকাম বলেছেন এবং অতপর ঐ সফলকাম জাতির মাঝে নিজেকে ঢোকানোর কিছু গুনাবলির কথা বলেছেন।বিষয়টি নিয়ে একটু জানতে চাই।

২৪ জুলাই, ২০২১
ঢাকা 1212

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান।

আল্লাহ তা'আলা মুমিনদেরকে সফল বলেছেন। সেই মুমিনদের কি কি বৈশিষ্ট্য তার বর্ণনা দিয়েছেন। ফলাফল তো এই দাঁড়ালো, সফল মুমিনদের এসব বৈশিষ্ট্য থাকবে।

নতুবা নামেমাত্র মুমিন তো বহু রকমের আছে। দেখুন কুরআনুল কারীমের এ আয়াত কী বলছে-

وَمَا یُؤۡمِنُ اَکۡثَرُہُمۡ بِاللّٰہِ اِلَّا وَہُمۡ مُّشۡرِکُوۡنَ

তাদের অধিকাংশ আল্লাহে বিশ্বাস করে, কিন্তু তাঁর শরীক করে।
—ইউসুফ - ১০৬

তাফসীরঃ
অর্থাৎ মুখে তাে সকলেই বলে আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা ও সকলের মালিক, তা সত্ত্বেও কেউ প্রতিমা পূজা করে, কেউ বলে তাঁর পুত্র বা কন্যা আছে, কেউ তাকে আত্মা ও দেহধারী সত্তা বলে, কেউ সাধু - যাজকদেরকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মনে করে, তাজিয়া, কবর ইত্যাদির পূজা করে এমন লােকও কম নয়, আরও আছে পীর পূজা ও বুদ্ধির পূজা। এভাবে বিচিত্র সব দেবতা ও তার পূজা - অর্চনা দ্বারা মানুষ খালেস তাওহীদি আকীদাকে কলঙ্কিত করছে। এমন লােক কমই পাওয়া যায়, যারা বিশ্বাস বা কর্মগত এবং স্থূল বা সূক্ষ্ম শিরকে লিপ্ত হয়ে নিজ তাওহীদী বিশ্বাসকে দূষিত করছে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকম শিরক থেকে হেফাজত করুন। -অনুবাদক ( তাফসীরে উছমানী থেকে )

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন