প্রশ্নঃ ৭৪৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন বিধর্মী ব্যাক্তি কি মসজিদের সভাপতি হতে পারবে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
মসজিদ আল্লাহ তায়ালার পবিত্র ঘর। যেই ঘরে শুধু ইসলামী আমল করা হবে। যে ঘর পরিচালনা করবে আল্লাহর প্রিয় বান্দারা। তার সভাপতি কি করে কোন নাপাক কাফির হতে পারে?
পবিত্র কুরআনুল কারীম সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে-
مَا کَانَ لِلۡمُشۡرِکِیۡنَ اَنۡ یَّعۡمُرُوۡا مَسٰجِدَ اللّٰہِ شٰہِدِیۡنَ عَلٰۤی اَنۡفُسِہِمۡ بِالۡکُفۡرِ ؕ اُولٰٓئِکَ حَبِطَتۡ اَعۡمَالُہُمۡ ۚۖ وَفِی النَّارِ ہُمۡ خٰلِدُوۡنَ
মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরী স্বীকার করে তখন তারা আল্লাহ্ র মসজিদের রক্ষণাবেক্ষণ করবে- এমন হতে পারে না। এরা এমন, যাদের সমস্ত কর্ম ব্যর্থ হয়েছে এবং তারা দোজখেই স্থায়িভাবে অবস্থান করবে।
—আত তাওবাহ্ - ১৭
اِنَّمَا یَعۡمُرُ مَسٰجِدَ اللّٰہِ مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَاَقَامَ الصَّلٰوۃَ وَاٰتَی الزَّکٰوۃَ وَلَمۡ یَخۡشَ اِلَّا اللّٰہَ فَعَسٰۤی اُولٰٓئِکَ اَنۡ یَّکُوۡنُوۡا مِنَ الۡمُہۡتَدِیۡنَ
তারাই তো আল্লাহ্ র মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ঈমান আনে আল্লাহ্ ও আখিরাতে ্আর সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ্ ব্যতীত অন্য কাউকেও ভয় করে না। কাজেই আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
—আত তাওবাহ্ - ১৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন