প্রশ্নঃ ৭৪৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
হযরত আমার প্রশ্ন হলো
যে অনেকে শুয়র বলে গালি দেয় এইটা শুনে অনেকে বলে যে এই নামে গালি দিলে নাকি ৪০ দিনের জন্য তার কোন ইবাদত হয় না তার কোন আমল কবুল হয় না সে নাকি নাপাক হয়ে যায় তার নাকি ভালো করে তওবা করতে হয় এর জন্য এইটা কত টুকু ভিত্তিহীন বলবেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এমন কোনো বক্তব্য কুরআন ও হাদীসে অথবা কোন কিতাবে আমরা পাইনি।
এটি বানোয়াট ও কল্পিত কথা।
অবশ্য কোন মুসলমানকে গালি দেওয়া মারাত্মক কবীরাহ গুনাহ।
عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنِي أَبِي حَدَّثَنَا الأَعْمَشُ حَدَّثَنَا شَقِيقٌ قَالَ قَالَ عَبْدُ اللهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ.
আবদুল্লাহ্ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ কোন মুসলিমকে গাল দেয়া ফাসিকী কাজ (জঘন্য পাপ) আর কোন মুসলিমকে হত্যা করা কুফ্রী।
—সহীহ বুখারী, হাদীস নং ৭০৭৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন