আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৯২৮০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,

শায়েখ আমি বালেগ হওয়ার পূর্বে একটি পাপ করতাম। আমার দ্বারা এই পাপ দুইজনের মধ্যে ছড়িয়েছে। তারাও তখন নাবালেগ ছিল। বয়স ৭-৮ হবে তাদের।

আমি একটি হাসিস শুনেছি যে, সৎ কর্ম প্রচার করলে অন্যদের দ্বারা সেই সৎ কর্ম হলে তার সওয়ার প্রচারক পান। এমনি ভাবে অপকর্মের ক্ষেত্রেও তাই।

আমি খুব লজ্জিত, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার পাপের জন্য। কিন্তু আমার দ্বারা অই ২ জনের মাঝে অপকর্ম ছড়িয়েছে। বর্তমানে তারা অই অপকর্ম করেন কি না আমার জানা নেই। এমতাবস্থায় আমার করণিয় কি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৮ অক্টোবর, ২০২১
Dendabor
৯২৭৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছাত্র-শিক্ষক প্রসঙ্গেঃ
ঘটনাটা প্রায়ই তিন বছর আগেকার আমি স্কুলে থাকতে(এখন কলেজে পড়ি) এক শিক্ষককে একটি আজব নাম দিয়েছিলাম।
যদিও আমি শিক্ষককে সেই নামে ডাকতাম না(সামনাসামনি) এবং শিক্ষকের সাথে কোনদিন বেয়াদবি করিনি তেমন একটা.তবে কিছু স্কুলের স্টুডেন্ট সেই নাম ব্যবহার করে স্যার কে ডাকে(সামনাসামনি ডাকে না তবে সাইডে ডাকে)। তবে আমি যে সারকে এই নামটা দিয়েছি এবং সারকে যে এই নামে ডাকা হয় এই ব্যাপারে সার জানে কিনা আমি শিওর না।

যেহেতু সারে এ ব্যাপারে জানে কিনা আমি সঠিক জানিনা তাই আমি যদি স্যারের কাছে ক্ষমা চায় তাহলে সার ক্ষমা করার পরিবর্তে আরো উল্টা রাগারাগি করতে পারে।
আর যদি যেনেও থাকে তাও ক্ষমা করার পরিবর্তে রাগারাগি করা সম্ভাবনাই বেশি।
আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছে এবং ব্যাপারটা খুব খারাপ লাগছে আমার কাছে।

প্রশ্ন:
1.স্যার যদি জানতে পারে যে আমি নামটা দিয়েছি এবং আমার নামে যদি বদদোয়া তাহলে কি আমার পড়াশোনা কোন ক্ষতি হবে?

2. আমি স্যারের জন্য দোয়া করছি এবং সারের পক্ষ থেকে দান করার নিয়ত করছি এটা কি সঠিক এখন আমার কি করা উচিত?

3.এবং পরকালে ক্ষমা পাওয়ার উপায় কি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৮ অক্টোবর, ২০২১
ঢাকা