আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৫১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,বিদেশী বায়ারের জন্য কি হারাম খানা বা মদের ব্যবস্থা করা যাবে?

৭ অক্টোবর, ২০২১
Dhaka, Bangladesh

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






দেশি কিংবা বিদেশি, বায়ার কিংবা বন্ধু, মুসলিম কিংবা অমুসলিম, যেই হোক, তার জন্য মদ ও অন্যান্য হারাম খাদ্য সরবরাহ ও ব্যবস্থা করা সম্পূর্ণ হারাম। এর প্রতি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভিশাপ রয়েছে।
সুতরাং বিদেশী বায়ারের জন্য হারাম খানা বা মদের ব্যবস্থা করা যাবে না।

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ ، قَالَ : سَمِعْتُ أَبَا عَاصِمٍ ، عَنْ شَبِيبِ بْنِ بِشْرٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمْرِ عَشَرَةً : عَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَشَارِبَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةُ إِلَيْهِ، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَآكِلَ ثَمَنِهَا، وَالْمُشْتَرِي لَهَا، وَالْمُشْتَرَاةُ لَهُ. هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَنَسٍ. وَقَدْ رُوِيَ نَحْوُ هَذَا، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَابْنِ مَسْعُودٍ، وَابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, শারাবের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অভিসম্পাত করেছেন।
এরা হলঃ
১. মদ তৈরিকারী,
২. মদের ফরমায়েশকারী,
৩. মদ পানকারী,
৪. মদ বহনকারী,
৫. যার জন্য মদ বহন করা হয়,
৬. মদ পরিবেশনকারী,
৭. মদ বিক্রয়কারী,
৮. এর মূল্য ভোগকারী,
৯. মদ ক্রেতা এবং
১০. যার জন্য মদ ক্রয় করা হয়।
—জামে' আত-তিরমিজী, হাদীস নং ১২৯৫

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর