প্রশ্নঃ ৯২৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,হুজুর আমাদের এলাকায় একটি ওলটপালটা কথা বলছে কথাটি হলো যদি কোন মহিলার বাচ্চা পেটে থাকে যদি সেই মহিলার পেটের বাচ্চা ৭মাস পর্যন্ত ঠিক থাকে নষ্ট না হয় তাহলে নাকি ওই মহিলা এবং তার জামাইকে মেয়ের বাবার পকেট থেকে খরচ করে মেয়েকে শাড়ি আলতা আরো বিভিন্ন জিনিস দিতে হবে এবং তার জমাইকেও দামি জিনিস দিতে হবে এবং ওই মহিলার জমাইয়ের পরিবারকে পেট ভরে খাওয়াতে হবে এই কাজটা করাকি জায়েজ হবে হযরত একটু তারাতাড়ি জানান (আসসালামু আলাইকুম)
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ ভালো জানে, সম্ভবত এই কুসংস্কার হিন্দুদের কাছ থেকে ধার করে আনা হয়েছে। ইসলামে এমন কোনো ধারণা কোথাও দেওয়া হয়নি। আপনার বর্ণিত এই পন্থায় যৌতুকের গন্ধ পাওয়া যাচ্ছে।
সাধ্য অনুযায়ী এই কুপ্রথার প্রতিবাদ করুন।
আল্লাহ তায়ালা সকলকে সব ধরনের অন্যায়-অপরাধ ও বদ আকীদা থেকে হেফাজত করেন। আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন