ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৩৪
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৪) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ব্যক্তি ফজরের সালাত পেয়ে গেল । আর যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের এক রাকআত পেল সে ব্যক্তি আসরের সালাত পেয়ে গেল।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من أدرك من الصبح ركعة قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৩৩৫
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৫) আবু হুরাইরা রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতের এক রাকআত পেল সে ব্যক্তি পুরো সালাতই পেল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا قال: من أدرك ركعة من الصلاة فقد أدرك الصلاة. وزاد الطحاوي في مشكله: وفضلها. ولمسلم في رواية أخرى: من أدرك ركعة من الصلاة مع الإمام فقد أدرك الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৩৩৬
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যখন সালাতের জন্য আগমন করবে তখন যদি আমরা সাজদারত থাকি তাহলে তোমরাও সাজদা করবে, তবে একে কিছুই গণনা করবে না। আর যে ব্যক্তি রাকআত (রুকু) পেল সে সালাত পেল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا جئتم إلى الصلاة ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئا ومن أدرك الركعة فقد أدرك الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৩৭
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৭) সালিম বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতের এক রাকআত পেল সে সালাত পেল, তবে সে যা পায় নি তা কাযা করবে।
عن سالم أن رسول الله صلى الله عليه وسلم قال: من أدرك ركعة من صلاة من الصلوات فقد أدركها إلا أنه يقضي ما فاته
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৩৮
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৮) আবু হুরাইরা রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতের এক রাকআত পেল ইমাম পিঠ সোজা করার পূর্বে সে সালাত পেল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من أدرك ركعة من الصلاة فقد أدركها قبل أن يقيم الإمام صلبه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৩৩৯
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ ফজরের সালাতের এক রাকআত আদায় করে এরপর সূর্য উদিত হয় তাহলে সে যেন (দ্বিতীয় রাকআত আদায় করে) তার সালাত পূর্ণ করে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صلى ركعة من الصبح ثم طلعت الشمس فليتم صلاته. وفي لفظ: فليصل إليها أخرى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা