ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৩২
দুই সালাত একত্র করা ও তার ব্যাখ্যা
(৩৩২) ইবন মাসউদ রা. বলেন, আমি কখনো রাসূলুল্লাহ (ﷺ) কে কোনো সালাত তার নির্ধারিত সময়ের বাইরে আদায় করতে দেখি নি, শুধুমাত্র দুইটি সালাত বাদে: তিনি মাগরিব ও ইশা একত্রে আদায় করেন এবং ফজরের সালাত তার নির্ধারিত সময়ের পূর্বে আদায় করেন।
عن ابن مسعود رضي الله عنه قال: ما رأيت النبي صلى الله عليه وسلم صلى صلاة بغير ميقاتها إلا صلاتين جمع بين المغرب والعشاء وصلى الفجر قبل ميقاتها... قبل وقتها بعلس
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৩৩
দুই সালাত একত্র করা ও তার ব্যাখ্যা
(৩৩৩) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাত তার নির্ধারিত সময়ে আদায় করতেন, শুধুমাত্র মুযদালিফা ও আরাফাহ ছাড়া।
عن عبد الله رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يصلي الصلاة لوقتها إلا بجمع وعرفات
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা