ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৩০
নামাযের অধ্যায়
সালাত পালনে অবহেলা
(৩৩০)আবু কাতাদাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অবহেলা তারই হবে, যে ব্যক্তি সালাত আদায় করল না, শেষ পর্যন্ত পরবর্তী সালাতের ওয়াক্ত এসে গেল।
كتاب الصلاة
عن أبي قتادة رضي الله عنه مرفوعا: إنما التفريط على من لم يصل الصلاة حتى يجيء وقت الصلاة الأخرى
তাহকীক:
হাদীস নং: ৩৩১
নামাযের অধ্যায়
সালাত পালনে অবহেলা
(৩৩১) ইবন আব্বাস রা. বলেন, পরবর্তী সালাতের ওয়াক্ত না আসা পর্যন্ত পূর্বের সালাত বিনষ্ট হবে না।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما قال: لا يفوت صلاة حتى يجيئ وقت الأخرى
তাহকীক: