ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৩৪
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৪) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ব্যক্তি ফজরের সালাত পেয়ে গেল । আর যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের এক রাকআত পেল সে ব্যক্তি আসরের সালাত পেয়ে গেল।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من أدرك من الصبح ركعة قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সম্ভবত এই হাদীস মাসবুকের সালাত বিষয়ক । মাসবুক যদি ইমামের সাথে এক রাকআত পায় তাহলে সে পুরো সালাত জামাআতে আদায়ের সাওয়াব পাবে। অন্যান্য বর্ণনার শব্দে এইরূপ বোঝা যায় ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৩৪ | মুসলিম বাংলা