ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৩৩
দুই সালাত একত্র করা ও তার ব্যাখ্যা
(৩৩৩) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাত তার নির্ধারিত সময়ে আদায় করতেন, শুধুমাত্র মুযদালিফা ও আরাফাহ ছাড়া।
عن عبد الله رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يصلي الصلاة لوقتها إلا بجمع وعرفات
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা.র এই হাদীস থেকে বোঝা যায় যে, সফরে বা অন্য সময়ে দুই সালাত একত্রিত আদায় বিষয়ে বর্ণিত হাদীসগুলোর অর্থ এক সালাতকে অন্য সালাতের ওয়াক্তে আদায় করা নয়; বরং প্রথম সালাতকে তার নির্ধারিত ওয়াক্তের শেষ সময়ে ও দ্বিতীয় সালাতকে তার ওয়াক্তের প্রথম সময়ে আদায় করা। আল্লাহই ভালো জানেন।
