ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৩৫
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৫) আবু হুরাইরা রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতের এক রাকআত পেল সে ব্যক্তি পুরো সালাতই পেল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا قال: من أدرك ركعة من الصلاة فقد أدرك الصلاة. وزاد الطحاوي في مشكله: وفضلها. ولمسلم في رواية أخرى: من أدرك ركعة من الصلاة مع الإمام فقد أدرك الصلاة

হাদীসের ব্যাখ্যা:

তাহাবির সঙ্কলিত শব্দে বলা হয়েছে, 'সে ব্যক্তি পুরো সালাত ও তার ফযীলত পেল।' মুসলিম সঙ্কলিত আরেক শব্দে বলা হয়েছে, 'যে ব্যক্তি ইমামের সাথে এক রাকআত সালাত পেল সে পুরো সালাতই পেল')।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৩৫ | মুসলিম বাংলা