ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৩৬
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যখন সালাতের জন্য আগমন করবে তখন যদি আমরা সাজদারত থাকি তাহলে তোমরাও সাজদা করবে, তবে একে কিছুই গণনা করবে না। আর যে ব্যক্তি রাকআত (রুকু) পেল সে সালাত পেল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا جئتم إلى الصلاة ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئا ومن أدرك الركعة فقد أدرك الصلاة
