ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৩৭
নামাযের অধ্যায়
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৭) সালিম বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতের এক রাকআত পেল সে সালাত পেল, তবে সে যা পায় নি তা কাযা করবে।
كتاب الصلاة
عن سالم أن رسول الله صلى الله عليه وسلم قال: من أدرك ركعة من صلاة من الصلوات فقد أدركها إلا أنه يقضي ما فاته
tahqiqতাহকীক:তাহকীক চলমান