ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৩৮
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৮) আবু হুরাইরা রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতের এক রাকআত পেল ইমাম পিঠ সোজা করার পূর্বে সে সালাত পেল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من أدرك ركعة من الصلاة فقد أدركها قبل أن يقيم الإمام صلبه
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এ সকল বর্ণনা সবই মাসবুককে কেন্দ্র করে। এ থেকে বোঝা যায় যে, যে হাদীসে বলা হয়েছে ‘সূর্যোদয়ের পূবে' বা ‘সূর্যাস্তের পূর্বে’ সেই হাদীসেও মাসবুকের বিধানই প্রদান করা হয়েছে। ‘সূর্যোদয়ের পূর্বে’ বা ‘সূর্যাস্তের পূর্বে' বলতে সালাতের ওয়াক্ত বোঝানো হয়েছে। অর্থাৎ ইমামের সাথে সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে পুরো সালাতই পেল, কারণ তার দুই রাকআতই সূর্যোদয়ের পূর্বেই আদায় হবে। আসরের ক্ষেত্রেও অর্থ অনুরূপ। যেমন কুরআন কারীমে বলা হয়েছে: وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها 'এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে আপনার প্রতিপালকে সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।'
