ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৩৯
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ ফজরের সালাতের এক রাকআত আদায় করে এরপর সূর্য উদিত হয় তাহলে সে যেন (দ্বিতীয় রাকআত আদায় করে) তার সালাত পূর্ণ করে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صلى ركعة من الصبح ثم طلعت الشمس فليتم صلاته. وفي لفظ: فليصل إليها أخرى

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সূর্যোদয় ও সূর্যাস্তের কারণে সালাতের সময় শেষ হবে কি না এবং সালাত বিনষ্ট হবে কি না সে বিষয়টি ইজতিহাদি । কোনো কোনো সাহাবি সূর্যোদয় বা সূর্যাস্তের পূর্বে এক রাকআত পড়তে পারলে বাকি সালাত পরে পড়লেও চলবে বলে মনে করেছেন। কেউ কেউ এভাবে সালাত পুরো করতে নিষেধ করেছেন। তাদের মতে সূর্যাস্ত বা সূর্যোদয়ের ফলে ওয়াক্ত শেষ হয়ে যায় ও সালাত ভেঙ্গে যায়। তারা এক্ষেত্রে পুনরায় নতুন করে কাযা আদায়ের নির্দেশ দিয়েছেন ।
আব্দুল্লাহ ইবন আব্বাস রা., যিনি এই হাদীসের একজন বর্ণনাকারী তিনি সূর্যোদয়ের সময় এভাবে সালাত পুরো করতে নিষেধ করেছেন। আবু বাকরাহ রা. সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় সময়েই এভাবে সালাত পুরো করতে নিষেধ করেছেন। অপরদিকে আবু হুরাইরা রা. সূর্যোদয়ের আগে এক রাকআত আদায় করতে পারলে সালাত পুরো করা জায়িয বলে ফাতওয়া দিয়েছেন । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান