ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৪০
যে সকল সময়ে সালাত আদায় নিষিদ্ধ বা অপছন্দনীয়
(৩৪০) আবু সায়ীদ খুদরি রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, ফজরের সালাতের পরে আর কোনো সালাত নেই, সূর্য উদিত হওয়া (দ্বিতীয় বর্ণনায়: উপরে উঠে যাওয়া) পর্যন্ত এবং আসরের সালাতের পরে কোনো সালাত নেই সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا صلاة (بعد صلاتين) بعد (صلاة) الصبح حتى تطلع (ترتفع) الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس
