ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৪১
যে সকল সময়ে সালাত আদায় নিষিদ্ধ বা অপছন্দনীয়
(৩৪১) আমর ইবন আবাসাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (ফজরের সালাত আদায়ের পরে সালাত আদায় থেকে বিরত থাকবে, সূর্যোদয় পর্যন্ত) সূর্য উদিত হওয়ার পরেও সালাত আদায় করবে না যতক্ষণ সূর্য (কিছুটা) উপরে না উঠে ।
عن عمرو بن عبسة رضي الله عنه مرفوعا: (إذا صليت الصبح فأقصر عن الصلاة حتى تطلع الشمس) فإذا طلعت فلا تصل حتّى ترتفع
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৪১ | মুসলিম বাংলা