ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪০
যে সকল সময়ে সালাত আদায় নিষিদ্ধ বা অপছন্দনীয়
(৩৪০) আবু সায়ীদ খুদরি রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, ফজরের সালাতের পরে আর কোনো সালাত নেই, সূর্য উদিত হওয়া (দ্বিতীয় বর্ণনায়: উপরে উঠে যাওয়া) পর্যন্ত এবং আসরের সালাতের পরে কোনো সালাত নেই সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا صلاة (بعد صلاتين) بعد (صلاة) الصبح حتى تطلع (ترتفع) الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪১
যে সকল সময়ে সালাত আদায় নিষিদ্ধ বা অপছন্দনীয়
(৩৪১) আমর ইবন আবাসাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (ফজরের সালাত আদায়ের পরে সালাত আদায় থেকে বিরত থাকবে, সূর্যোদয় পর্যন্ত) সূর্য উদিত হওয়ার পরেও সালাত আদায় করবে না যতক্ষণ সূর্য (কিছুটা) উপরে না উঠে ।
عن عمرو بن عبسة رضي الله عنه مرفوعا: (إذا صليت الصبح فأقصر عن الصلاة حتى تطلع الشمس) فإذا طلعت فلا تصل حتّى ترتفع

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪২
যে সকল সময়ে সালাত আদায় নিষিদ্ধ বা অপছন্দনীয়
(৩৪২) উকবাহ ইবন আমির জুহানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তিন সময়ে সালাত আদায় করতে ও মৃতদের কবরস্থ করতে নিষেধ করতেন, যখন সূর্য দ্বীপ্তমানরূপে উদিত হবে তখন থেকে সূর্য উর্ধ্বে উঠে যাওয়া পর্যন্ত, যখন দুপুর হবে তখন থেকে সূর্য মধ্যাকাশ থেকে ঢলে যাওয়া পর্যন্ত এবং যখন সূর্য অস্তগমনের প্রস্তুতি গ্রহণ করবে তখন থেকে অস্তমিত হওয়া পর্যন্ত।
عن عقبة بن عامر الجهني رضي الله عنه: ثلاث ساعات كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن أو أن نقبر فيهن موتانا حين تطلع الشمس بازغة حتّى ترتفع وحين يقوم قائم الظهيرة حتى تميل الشمس وحين تضيف الشمس للغروب حتى تغرب

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৪৩
যে সকল সময়ে সালাত আদায় নিষিদ্ধ বা অপছন্দনীয়
(৩৪৩) হাফসা রা. বলেন, সুবহে সাদিক বা প্রভাতের উন্মেষের পরে রাসূলুল্লাহ (ﷺ) সংক্ষিপ্ত দুই রাকআত (ফজরের সুন্নত) ছাড়া আর কোনো সালাত আদায় করতেন না।
عن حفصة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا طلع الفجر لا يصلي إلا ركعتين خفيفتين

তাহকীক:
তাহকীক চলমান