ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৪২
যে সকল সময়ে সালাত আদায় নিষিদ্ধ বা অপছন্দনীয়
(৩৪২) উকবাহ ইবন আমির জুহানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তিন সময়ে সালাত আদায় করতে ও মৃতদের কবরস্থ করতে নিষেধ করতেন, যখন সূর্য দ্বীপ্তমানরূপে উদিত হবে তখন থেকে সূর্য উর্ধ্বে উঠে যাওয়া পর্যন্ত, যখন দুপুর হবে তখন থেকে সূর্য মধ্যাকাশ থেকে ঢলে যাওয়া পর্যন্ত এবং যখন সূর্য অস্তগমনের প্রস্তুতি গ্রহণ করবে তখন থেকে অস্তমিত হওয়া পর্যন্ত।
عن عقبة بن عامر الجهني رضي الله عنه: ثلاث ساعات كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن أو أن نقبر فيهن موتانا حين تطلع الشمس بازغة حتّى ترتفع وحين يقوم قائم الظهيرة حتى تميل الشمس وحين تضيف الشمس للغروب حتى تغرب

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, উপরিউক্ত তিন ওয়াক্তে সব ধরণের নামায পড়াই মাকরূহ। তবে কেউ ঐ দিনের আসর না পড়ে থাকলে সূর্য ডুবন্ত অবস্থাতেও তা পড়ে নিবে। বুখারী-৫২৯) এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৭১)
উলামায়ে কিরামের তাহকীক মতে উক্ত মাকরূহ সময় হলো সূর্যোদয় থেকে ১০ মিনিট পর্যন্ত, সূর্য মাথায় আসার পূর্বে ৩ মিনিট ও পরে ৩ মিনিট এবং সূর্যাস্তের পূর্বে ১০ মিনিট।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন