ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৪৩
যে সকল সময়ে সালাত আদায় নিষিদ্ধ বা অপছন্দনীয়
(৩৪৩) হাফসা রা. বলেন, সুবহে সাদিক বা প্রভাতের উন্মেষের পরে রাসূলুল্লাহ (ﷺ) সংক্ষিপ্ত দুই রাকআত (ফজরের সুন্নত) ছাড়া আর কোনো সালাত আদায় করতেন না।
عن حفصة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا طلع الفجر لا يصلي إلا ركعتين خفيفتين
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৪৩ | মুসলিম বাংলা