ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৪৪
মক্কায় মাকরূহ ওয়াক্তে সালাত আদায় মাকরূহ
(৩৪৪) মুআয ইবন আফরা' রা. আসরের পরে বা ফজরের পরে তাওয়াফ করেন। কিন্তু তিনি তাওয়াফের সালাত আদায় থেকে বিরত থাকেন । তখন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি উত্তরে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং আসরের পরে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোনো সালাত আদায় করতে নিষেধ করেছেন।
عن معاذ ابن عفراء رضي الله عنه أنه طاف بعد العصر أو بعد الصبح ولم يصل فسئل عن ذلك فقال: نهى رسول الله صلى الله عليه وسلم عن صلاة بعد الصبح حتى تطلع الشمس وعن صلاة بعد العصر حتّى تغرب الشمس
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, সুবহে সাদেকের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আর কোন নফল নামায পড়া যাবে না। অনুরূপভাবে আসরের নামাযের পরে সূর্য কিরণহীন হওয়ার পূর্ব পর্যন্ত আর কোন নফল নামায পড়া যাবে না। আর সূর্য কিরণহীন হয়ে পড়লে ঐ দিনের আসর ব্যতীত সব ধরণের নামায পড়াই নিষিদ্ধ। তবে সুবহে সাদেকের পরে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত এবং আসরের পরে সূর্য কিরণহীন হওয়ার পূর্ব পর্যন্ত কাযা নামায আদায়ের সুযোগ রয়েছে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৭৫)
