ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৪৫
আযান ও মুয়াযযিনগণের মর্যাদা
(৩৪৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি মানুষেরা জানত যে আযানে এবং প্রথম সারিতে কী আছে এবং এরপর এজন্য লটারি করা ছাড়া কোনো উপায় না থাকত তাহলে তারা এ বিষয়ে লটারি করত। আর যদি তারা জানত যে ওয়াক্তের আগে বা ওয়াক্তের শুরুতে সালাতের জন্য গমনের মধ্যে কী আছে, তাহলে তারা এজন্য প্রতিযোগিতা করত। আর যদি তারা জানত যে, ইশার ও ফজরের সালাতের মধ্যে কী আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই দুই সালাতে উপস্থিত হত।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا لاستهموا عليه ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৪৫ | মুসলিম বাংলা