ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৪৬
আযান ও মুয়াযযিনগণের মর্যাদা
(৩৪৬) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ মুয়াযযিনের আযানের সর্বশেষ সীমা পর্যন্ত তাকে ক্ষমা করে দেন এবং আর্দ্র ও শুষ্ক (প্রাণি ও জড়) যা কিছু তার আযানের শব্দ শোনে সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: يغفر الله للمؤذن منتهى أذانه ويستغفر له كل رطب ويابس سمع صوته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৪৬ | মুসলিম বাংলা