মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৭৭০

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭০। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমরা আমার নামে নাম রাখিবে তখন আমার কুনিয়াতে কুনিয়াত রাখিও না। —তিরমিযী ও ইবনে মাজাহ্ । তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব। আর আবু দাউদের বর্ণনায় আছে, হুযূর (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আমার নামে নাম রাখে সে যেন আমার কুনিয়াতে নিজের কুনিয়াত না রাখে। আর যে আমার কুনিয়াতে কুনিয়াত রাখে সে যেন আমার নামানুসারে নাম না রাখে।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭১

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭১। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একদা এক মহিলা (আসিয়া ) বলিল, হে আল্লাহর রাসূল! আমি একটি পুত্র সন্তান জন্ম দিয়াছি এবং তাহার নাম মুহাম্মাদ ও কুনিয়াত আবুল কাসেম রাখিয়াছি, অতঃপর আমাকে বলা হইয়াছে আপনি নাকি ইহা পছন্দ করেন না। তখন তিনি বলিলেনঃ কিসে আমার নাম হালাল করিল আর আমার কুনিয়াত হারাম করিল ? অথবা তিনি বলিয়াছেনঃ কিসে আমার কুনিয়াত হারাম করিল আর আমার নাম হালাল করিল ? —আবু দাউদ। ইমাম মুহীউসসুন্নাহ্ বলিয়াছেন, হাদীসটি গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭২

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭২। মুহাম্মাদ ইবনে হানাফিয়্যাহ্ তাহার পিতা [হযরত আলী (রাঃ)] হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনার ওফাতের পর যদি আমার কোন পুত্র সন্তান জন্মলাভ করে, তবে কি আমি আপনার নামানুসারে তাহার নাম এবং আপনার উপ নামানুসারে তাহার উপনাম রাখিতে পারিব? তিনি বলিলেনঃ হ্যাঁ। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭৩

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৩। হযরত আনাস (রাঃ) বলেন, একদা আমি কিছু শাক-সব্জি তুলিতেছিলাম। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ) সেই সবজির নামানুসারে আমার কুনিয়াত রাখিয়াছিলেন। —তিরমিযী। তিনি বলেন, এই হাদীসটি এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে বর্ণিত হয় নাই। তবে মাসাবীহ্-এর গ্রন্থকার বলিয়াছেন হাদীসটি ছহীহ্।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭৪

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী (ﷺ) খারাপ নাম পরিবর্তন করিয়া দিতেন। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭৫

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৫। বশীর ইবনে মায়মুন তাহার চাচা উসামা ইবনে আখদারী (রাঃ) হইতে বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে একদল লোক আসিল, তাহাদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যাহাকে 'আছরাম' বলিয়া ডাকা হইত। রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি? সে বলিল, আছ্রাম'। তখন তিনি বলিলেনঃ বরং তুমি 'যুরআহ'। –আবু দাউদ।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭৬

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৬। এবং তিনি বলেন, নবী (ﷺ) আছ, আযীয, আতালাহ্, শয়তান, হাকাম, গোরাব, হোবাব ও শিহাব প্রভৃতি নাম পরিবর্তন করিয়াছিলেন। আবু দাউদ আরও বলেন, সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে আমি এইগুলির বর্ণনাসূত্র পরিহার করিয়াছি।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭৭

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৭। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) হইতে বর্ণিত, তিনি আবু আব্দুল্লাহকে অথবা আবু আব্দুল্লাহ্ আবু মাসউদ (রাঃ)-কে জিজ্ঞাসা করিলেন, আপনি (زَعَمُوْا) ‘যা’আমূ’ শব্দ সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কি বলিতে শুনিয়াছেন? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, ইহা মানুষের খুবই মন্দ বাহন। –আবু দাউদ। এবং তিনি বলিয়াছেন, আবু আব্দুল্লাহ্ হইল হযরত হোযাইফা (রাঃ) --এর কুনিয়াত ।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭৮

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৮। হযরত হোযাইফা (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ “যাহা কিছু আল্লাহ্ চাহেন এবং অমুক ব্যক্তি চাহে, (তাহাই হইবে)” তোমরা এইরূপ বাক্য বলিও না, বরং বল; যাহা কিছু আল্লাহ্ চাহেন অতঃপর অমুকে চায়। —আহমদ ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭৯

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৯। অপর এক বিচ্ছিন্ন সূত্রে বর্ণিত আছে, তিনি বলিয়াছেনঃ “যাহা কিছু আল্লাহ্ চাহেন ও মুহাম্মাদ (ﷺ) চাহেন” তোমরা এইরূপ বাক্য বলিও না। বরং তোমরা বল, যাহা কিছু একমাত্র আল্লাহ্ চাহেন। —শরহে সুন্নাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৮০

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৮০। হযরত হোযাইফা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা কোন মুনাফিককে সরদার (নেতা) বলিও না। কেননা, যদি (তোমরা) তাহাকে নেতা হিসাবে গ্রহণ কর তাহা হইলে তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করিলে। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৮১

পরিচ্ছেদঃ ৮. তৃতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৮১। আব্দুল হামীদ ইবনে জুবাইর ইবনে শায়রা (রঃ) বলেন, একদা আমি হযরত সাঈদ ইবনে মুসাইয়্যাব (রাঃ)-এর নিকট বসা ছিলাম। তখন তিনি আমাকে বর্ণনা করিলেন যে, তাঁহার দাদা ‘হাযন’ একদিন নবী (ﷺ)-এর খেদমতে আগমন করিলেন। তখন হুযূর (ﷺ) জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? জওয়াবে বলিলেন, আমার নাম 'হাযন'। হুযূর (ﷺ) বলিলেনঃ না; বরং তোমার নাম 'সাহল'। তখন আমার দাদা বলিলেন, আমার পিতা আমার যেই নাম রাখিয়াছেন আমি উহা পরিবর্তন করিব না। ইবনে মুসাইয়্যাব বলেন, ইহার পর হইতে আমাদের পরিবারে কঠোরতা চলিয়া আসিতেছে। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৮৪

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৮৪। হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। কোন কোন কবিতা সঠিক জ্ঞানপূর্ণ। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান