মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৭৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৫। বশীর ইবনে মায়মুন তাহার চাচা উসামা ইবনে আখদারী (রাঃ) হইতে বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে একদল লোক আসিল, তাহাদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যাহাকে 'আছরাম' বলিয়া ডাকা হইত। রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি? সে বলিল, আছ্রাম'। তখন তিনি বলিলেনঃ বরং তুমি 'যুরআহ'। –আবু দাউদ।
كتاب الآداب
وَعَن بشير بن مَيْمُون عَن أُسَامَةَ بْنِ أَخْدَرِيٍّ أَنَّ رَجُلًا يُقَالُ لَهُ أصْرمُ كانَ فِي النَّفرِ الَّذِينَ أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اسْمك؟» قَالَ: «بَلْ أَنْتَ زُرْعَةُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
اصرم ‘আছরাম' অর্থ কাটা বা কর্তিত। ইহা হইতে صريم 'ছরীম' বলা হয়। কর্তিত ফসলকে বা সেই যমীনকে যাহার ফসল কর্তন করা হইয়াছে। যাহা অর্থগত বদ-ফাল ও নৈরাশ্যজনক। কাজেই উহা অপছন্দনীয়। আর زرعة 'যুরআহ্' অর্থ ফসল ও শস্য। ইহাতে কল্যাণ ও বরকত নিহিত রহিয়াছে।