মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৭২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭২। মুহাম্মাদ ইবনে হানাফিয়্যাহ্ তাহার পিতা [হযরত আলী (রাঃ)] হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনার ওফাতের পর যদি আমার কোন পুত্র সন্তান জন্মলাভ করে, তবে কি আমি আপনার নামানুসারে তাহার নাম এবং আপনার উপ নামানুসারে তাহার উপনাম রাখিতে পারিব? তিনি বলিলেনঃ হ্যাঁ। —আবু দাউদ
كتاب الآداب
وَعَن مُحَمَّد
بن الحنفيَّةِ عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وُلِدَ لِي بَعْدَكَ وَلَدٌ أُسَمِّيهِ بِاسْمِكَ وَأُكَنِّيهِ بِكُنْيَتِكَ؟ قَالَ: «نَعَمْ» . رَوَاهُ أَبُو دَاوُد
بن الحنفيَّةِ عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وُلِدَ لِي بَعْدَكَ وَلَدٌ أُسَمِّيهِ بِاسْمِكَ وَأُكَنِّيهِ بِكُنْيَتِكَ؟ قَالَ: «نَعَمْ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হযরত আলীর অপর এক স্ত্রীর নাম ছিল খাওলা বিনতে জা'ফর। তিনি ছিলেন হানাফিয়্যাহ্ গোত্রীয় মহিলা। হযরত আলীর পুত্র মুহাম্মদ এই বিবির গর্ভে জন্মগ্রহণ করেন এবং তিনি মায়ের দিকে সম্বোধিত হইয়া পরিচিতি লাভ করেন। তাঁহার কুনিয়াত ছিল আবুল কাসেম।