মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৭৮২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৮২। হযরত আবু ওয়াহব জুশামী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা নবীদের নামানুসারে নাম রাখিবে। আর আল্লাহ্ তা'আলার নিকট আব্দুল্লাহ্ ও আব্দুর রহমান নামই সর্বাপেক্ষা প্রিয়। আর (অর্থ ও বাস্তবতার দিক দিয়া) হারেস ও হাম্মাম সর্বাধিক সত্য নাম এবং সবচাইতে মন্দ নাম 'হরব ও মুাররাহ।' –আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ

أَبِي وَهَبٍ الْجُشَمِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَمُّوا أَسْمَاءَ الْأَنْبِيَاءِ وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثٌ وهمامٌ أقبحها حربٌ ومُرَّة» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৭৮৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৮৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, একদা পূর্বাঞ্চলের দুই জন লোক আসিল এবং বক্তৃতা করিল। লোকেরা তাহাদের বক্তৃতায় খুবই মুগ্ধ হইল। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন কোন কোন বক্তৃতা জাদুর মত। -বুখারী
كتاب الآداب
بَابُ الْبَيَانِ وَالشِّعْرِ: الْفَصْل الأول
عَن ابْن عمر قَالَ: قَدِمَ رَجُلَانِ مِنَ الْمَشْرِقِ فَخَطَبَا فَعَجِبَ النَّاسُ لِبَيَانِهِمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنَ الْبَيَانِ لَسِحْرًا» . رَوَاهُ البُخَارِيّ