মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৭৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭৩। হযরত আনাস (রাঃ) বলেন, একদা আমি কিছু শাক-সব্‌জি তুলিতেছিলাম। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ) সেই সবজির নামানুসারে আমার কুনিয়াত রাখিয়াছিলেন। —তিরমিযী। তিনি বলেন, এই হাদীসটি এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে বর্ণিত হয় নাই। তবে মাসাবীহ্-এর গ্রন্থকার বলিয়াছেন হাদীসটি ছহীহ্।
كتاب الآداب
وَعَن أنس

قَالَ: كَنَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ بِبَقْلَةٍ كُنْتُ أَجْتَنِيهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْه. وَفِي «المصابيح» صَححهُ

হাদীসের ব্যাখ্যা:

আনাস (রাঃ) যেই তরকারী তুলিতেছিলেন আরবদের ভাষায় উহাকে ‘হামযাহ্’ বলা হয়, কাজেই তিনি তাঁহার কুনিয়াত 'আবু হামযাহ্ রাখিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান