মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৭১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৭১। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একদা এক মহিলা (আসিয়া ) বলিল, হে আল্লাহর রাসূল! আমি একটি পুত্র সন্তান জন্ম দিয়াছি এবং তাহার নাম মুহাম্মাদ ও কুনিয়াত আবুল কাসেম রাখিয়াছি, অতঃপর আমাকে বলা হইয়াছে আপনি নাকি ইহা পছন্দ করেন না। তখন তিনি বলিলেনঃ কিসে আমার নাম হালাল করিল আর আমার কুনিয়াত হারাম করিল ? অথবা তিনি বলিয়াছেনঃ কিসে আমার কুনিয়াত হারাম করিল আর আমার নাম হালাল করিল ? —আবু দাউদ। ইমাম মুহীউসসুন্নাহ্ বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب الآداب
وَعَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَلَدْتُ غُلَامًا فَسَمَّيْتُهُ مُحَمَّدًا وَكَنَّيْتُهُ أَبَا الْقَاسِمِ فَذُكِرَ لِي أَنَّكَ تَكْرَهُ ذَلِكَ. فَقَالَ: «مَا الَّذِي أَحَلَّ اسْمِي وَحرم كنيتي؟ أَو ماالذي حَرَّمَ كُنْيَتِي وَأَحَلَّ اسْمِي؟» . رَوَاهُ أَبُو دَاوُدَ. وَقَالَ محيي السّنة: غَرِيب
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَلَدْتُ غُلَامًا فَسَمَّيْتُهُ مُحَمَّدًا وَكَنَّيْتُهُ أَبَا الْقَاسِمِ فَذُكِرَ لِي أَنَّكَ تَكْرَهُ ذَلِكَ. فَقَالَ: «مَا الَّذِي أَحَلَّ اسْمِي وَحرم كنيتي؟ أَو ماالذي حَرَّمَ كُنْيَتِي وَأَحَلَّ اسْمِي؟» . رَوَاهُ أَبُو دَاوُدَ. وَقَالَ محيي السّنة: غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
হুযূর (ﷺ)-এর জীবদ্দশায় তাঁহার নাম ও কুনিয়াত এক ব্যক্তির জন্য রাখা নিষেধ অর্থ—হারাম নহে ; বরং মাকরূহে তানযীহ ছিল। অথবা উক্ত মহিলাটি হুযূর (ﷺ)-এর হায়াতের শেষ লগ্নে আসিয়া অনুমতি চাহিয়াছিল, তাই তিনি অনুমতি দিয়াছেন।