মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৩০৫
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩০৫। হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম দেশীয় আটসাট আস্তিনবিশিষ্ট জুব্বা পরিধান করিয়াছেন। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩০৬
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩০৬। হযরত আবু বুরদা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, হযরত আয়েশা (রাঃ) একখানা তালিযুক্ত চাদর ও একখানা মোটা কাপড়ের ইযার (লুঙ্গী তহবন্ধ) আমাদিগকে দেখাইয়া বলিলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি কাপড় পরিহিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩০৭
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩০৭। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানায় শয়ন করিতেন, তাহা ছিল চামড়ার তৈয়ারী। আর ভিতরে ভর্তি ছিল খেজুর গাছের আঁশ। -মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩০৮
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩০৮। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গিদ্দা বা বালিশে হেলান দিতেন, উহা ছিল চামড়ার এবং ভিতরে ছিল আশ। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩০৯
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩০৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, একদা আমরা গ্রীষ্মের দুপুরে আমাদের গৃহে বসা ছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি আবু বকরকে বলিয়া উঠিল, ঐ যে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দ্বারা মাথা ঢাকিয়া এই দিকে আগমন করিতেছেন। —বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১০
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১০। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিয়াছেন: এক বিছানা পুরুষের জন্য, আরেকখানা তাহার স্ত্রীর জন্য এবং তৃতীয় বিছানা মেহমানের জন্য। আর চতুর্থখানা শয়তানের জন্য। মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১১
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি অহংকারবশত টাখনার নীচে ইযার ঝুলায়, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তাহার দিকে দৃষ্টিপাত করিবেন না। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১২
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১২। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি অহংকারবশত পরিধেয় কাপড় টাখনার নীচে ঝুলাইবে, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তাহার দিকে দৃষ্টি করিবেন না। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১৩
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এক ব্যক্তি অহংকারবশত তাহার ইযার (হেঁছড়াইয়া যাইতেছিল, এমতাবস্থায় তাহাকে মাটিতে ধসাইয়া দেওয়া হইল। ফলে সে কিয়ামত পর্যন্ত যমীনের ভিতরে তলাইয়া যাইতে থাকিবে। — বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১৪
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১৪। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন টাখনার নীচে ইযারের যে অংশ থাকিবে উহা জাহান্নামে। (অর্থাৎ, শরীরের ঐ অংশ দোযখে যাইবে। অথবা ঐ সামান্য অংশের জন্য গোটা দেহই আগুনে জ্বলিবে।) —বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১৫
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে তাহার বাম হাতে খাইতে, একখানা জুতা পরিয়া চলাফেরা করিতে, ইশতেমালে ছাম্মা অবস্থায় চাদর পরিধান করিতে এবং লজ্জাস্থান উন্মুক্ত রাখিয়া একই কাপড়ে ইহতেবা করিতে নিষেধ করিয়াছেন। মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১৬
আন্তর্জতিক নংঃ ৪৩১৯
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১৬। হযরত ওমর, আনাস, ইবনে যুবায়র ও আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি দুনিয়াতে রেশমী পোশাক পরিধান করিবে, সে পরকালে উহা পরিতে পারিবে না। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১৭
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১৭-[১৪]. দেখুন পূর্বের (৪৩১৬) নং হাদীস।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১৮
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১৮-[১৫]. দেখুন ৪৩১৬ নং হাদীস।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩১৯
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩১৯-[১৬]. দেখুন হাদীস নং ৪৩১৬।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩২০
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩২০। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সেই ব্যক্তিই দুনিয়াতে রেশমী পোশাক পরিধান করিয়া থাকে, আখেরাতে যাহার ভাগে তাহা নাই। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩২১
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩২১। হযরত হুযায়ফা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে সোনা-রূপার পাত্রে পান করিতে এবং উহাতে আহার করিতে মিহি ও মোটা রেশমী কাপড় পরিধান করিতে এবং উহার উপরে বসিতে নিষেধ করিয়াছেন।-মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩২২
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩২২। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একখানা লাল বর্ণের রেশমী চাদর হাদিয়া দেওয়া হইল। তিনি উহা আমার কাছে পাঠাইয়া দিলেন। আমি উহা পরিধান করিলাম, তখন আমি তাঁহার চেহারায় ক্রোধের চিহ্ন দেখিতে পাইলাম। অতঃপর তিনি আমাকে বলিলেনঃ আমি উহা তোমার নিকটে তোমার পরিধানের জন্য পাঠাই নাই; বরং আমি উহা তোমার কাছে এই উদ্দেশ্যে পাঠাইয়াছি যে, তুমি উহাকে খণ্ড করিয়া মহিলাদের জন্য উড়নী বানাইয়া উহা তাহাদেরে দিয়া দিবে। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩২৩
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩২৩। হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড় পরিতে নিষেধ করিয়াছেন। তবে এই পরিমাণ (জায়েয আছে, বর্ণনাকারী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমা ও শাহাদত অঙ্গুলীদ্বয়কে একত্রে মিলাইয়া উপর দিকে উঠাইয়া ইশারা করিলেন। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৩২৪
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৩২৪। মুসলিমের এক রেওয়ায়তে আছে, একদা হযরত ওমর (রাঃ) সিরিয়ার জাবিয়া নামক শহরে এক ভাষণে বলিয়াছেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই, তিন অথবা চার আঙ্গুলের অধিক পরিমাণ রেশমী কাপড় পরিধান করিতে নিষেধ করিয়াছেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান