মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩১৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ
৪৩১৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে তাহার বাম হাতে খাইতে, একখানা জুতা পরিয়া চলাফেরা করিতে, ইশতেমালে ছাম্মা অবস্থায় চাদর পরিধান করিতে এবং লজ্জাস্থান উন্মুক্ত রাখিয়া একই কাপড়ে ইহতেবা করিতে নিষেধ করিয়াছেন। মুসলিম
كتاب اللباس
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْكُلَ الرَّجُلُ بِشِمَالِهِ أَو يمشي فِي نعل وَاحِد وَأَن يشْتَمل الصماء أَو يجتني فِي ثَوْبٍ وَاحِدٍ كَاشِفًا عَنْ فَرْجِهِ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

বাম হাতে খাওয়া যেইরূপ নিষিদ্ধ, অনুরূপভাবে পান করাও নিষিদ্ধ। এক পা খালি এবং অপর পায়ে জুতা পরিহিত অবস্থায় দেখিতে যেমন অশোভনীয় তেমনি তাহযীব ও শিষ্টাচারের পরিপন্থী। ইশতেমালে ছাম্মা হইল, চাদরের উভয় মাথা বিপরীত দিক হইতে কাঁধের উপরে তুলিয়া শরীর জড়াইয়া পরিধান করা। ফলে হাত দুইখানা চাদরের ভিতরে এমনভাবে আটকা পড়ে যে, প্রয়োজনে উঠানো কিংবা নামানো সহজ হয় না। যেমন, শীত মওসুমে ছোট ছোট বাচ্চাদের গায়ে চাদরকে দুই দিক হইতে আনিয়া ঘাড়ের পিছনে গিরা লাগাইয়া দেওয়া হয়। ইতারা হইল, পাছা (নিতম্ব) মাটিতে ঠেকাইয়া হাঁটুদ্বয় খাড়া করিয়া দুই হাত দ্বারা হাঁটুকে জড়াইয়া বসা। এমতাবস্থায় লজ্জাস্থান খুলিয়া যাওয়ার সম্ভাবনা থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান