মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩০৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ
৪৩০৬। হযরত আবু বুরদা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, হযরত আয়েশা (রাঃ) একখানা তালিযুক্ত চাদর ও একখানা মোটা কাপড়ের ইযার (লুঙ্গী তহবন্ধ) আমাদিগকে দেখাইয়া বলিলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি কাপড় পরিহিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْ أَبِي بُرْدَةَ قَالَ: أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ كِسَاءً مُلَبَّدًا وَإِزَارًا غَلِيظًا فَقَالَتْ: قُبِضَ رُوحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هذَيْن
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে দুনিয়া থেকে বিদায়কালে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত পোশাকের বর্ণনা দেওয়া হয়েছে যে, তা ছিল একটি কম্বল ও মোটা লুঙ্গি। এটা যেন তাঁর এক দু'আরই প্রতিফলন। তিনি দু'আ করতেন-
اللهُمَّ أَحْيِنِي مِسْكِينًا, وَأَمِتْنِي مِسْكِينًا, وَاحْشُرْنِي فِي زُمْرَةِ المَسَاكِينِ يَوْمَ القِيَامَةِ
হে আল্লাহ! আমাকে গরীবরূপে জীবিত রাখুন, গরীবরূপে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন গরীবদের দলেই আমার হাশর করুন।
তিনি সারা জীবন গরীব অবস্থায়ই কাটিয়েছেন। খাবার, পোশাক সব ক্ষেত্রেই সাদামাটাভাবে থেকেছেন। ওফাতকালে, যা কিনা তাঁর ইহজীবনের শেষ সময় এবং আল্লাহ তা'আলার সঙ্গে সাক্ষাতের জন্য শুভযাত্রার সূচনা, গরীবানা পোশাকেই থেকেছেন। এভাবে জীবনের শেষ মুহূর্তেও তিনি উম্মতের জন্য যুহদের শিক্ষা রেখে গেছেন, যাতে উম্মত গরীবানা অবস্থাকে পসন্দ করে, ঐশ্বর্যের জন্য লালায়িত না থাকে এবং গরীবদের ভালোবাসে, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য না করে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
দুনিয়ার ভোগ-বিলাসের জন্য লালায়িত হতে নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত থাকা উচিত।
اللهُمَّ أَحْيِنِي مِسْكِينًا, وَأَمِتْنِي مِسْكِينًا, وَاحْشُرْنِي فِي زُمْرَةِ المَسَاكِينِ يَوْمَ القِيَامَةِ
হে আল্লাহ! আমাকে গরীবরূপে জীবিত রাখুন, গরীবরূপে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন গরীবদের দলেই আমার হাশর করুন।
তিনি সারা জীবন গরীব অবস্থায়ই কাটিয়েছেন। খাবার, পোশাক সব ক্ষেত্রেই সাদামাটাভাবে থেকেছেন। ওফাতকালে, যা কিনা তাঁর ইহজীবনের শেষ সময় এবং আল্লাহ তা'আলার সঙ্গে সাক্ষাতের জন্য শুভযাত্রার সূচনা, গরীবানা পোশাকেই থেকেছেন। এভাবে জীবনের শেষ মুহূর্তেও তিনি উম্মতের জন্য যুহদের শিক্ষা রেখে গেছেন, যাতে উম্মত গরীবানা অবস্থাকে পসন্দ করে, ঐশ্বর্যের জন্য লালায়িত না থাকে এবং গরীবদের ভালোবাসে, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য না করে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
দুনিয়ার ভোগ-বিলাসের জন্য লালায়িত হতে নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত থাকা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)